মুম্বই : সানি দেওল ও ববি দেওল দু'জনেই বলিউড ইন্ডাস্ট্রিতে যথেষ্ট সফল । কিন্তু, সানি পুত্র করণ দেওলের প্রথম ছবি দাগ কাটতে পারেনি দর্শকদের মনে । এবার সবার নজর রয়েছে ববি পুত্র আর্যমানের উপর । সূত্রের খবর, পড়াশোনা শেষ করার পরই হয়তো অভিনয় জগতে পা রাখবেন তিনি । তবে এবিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলেননি ববি ও আর্যমান কেউই ।
একটি সংবাদমাধ্যমকে ববি বলেছেন, "আমার ছেলে এখন ম্যানজমেন্ট পড়ছে । ও পড়াশোনার প্রতি খুবই আগ্রহী । আর ইচ্ছেমতো ক্যারিয়ার বেছে নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে তার । আমি নিশ্চিত যে ও একদিন অভিনেতা হতে চাইবে । কিন্তু, সে হবে কিনা সে বিষয়ে নিশ্চিতভাবে আমি কিছু বলতে পারছি না । এখন ওর বয়স মাত্র 18 । যাতে ইচ্ছে নিজের ক্যারিয়ার বানাতে পারে সে ।"