মুম্বই : 1995 সালে 'বরসাত' ছবি দিয়ে বলিউডে পা রাখেন ববি দেওল । প্রথম ছবি ততটা সাফল্য না পেলেও, একটা সময় পর পর হিট ছবি দিয়েছেন অভিনেতা । সুপারস্টার ধর্মেন্দ্রর যোগ্য উত্তরসূরী হয়ে উঠেছিলেন ববি । তারপর হঠাৎ করে ছন্দপতন ।
ববি বললেন, 'আমি খুব বড় স্টার ছিলাম একটা সময় । তবে হঠাৎ করে সবটা বদলে গেল । আমার মার্কেট ভ্যালু কমে গেল । আমি বুঝতেই পারলাম না কেন হল এমন । রীতিমতো ভেঙে পড়েছিলাম তখন ।'
দিনের পর দিন বাড়িতে বসে থাকা যন্ত্রণাদায়ক হয়ে উঠছিল ববির জন্য । বিশেষ করে বাচ্চারা তাঁকে বাড়িতে অকর্মণ্য অবস্থায় দেখছে, এটা মেনে নিতে পারতেন না অভিনেতা । নিজেই বললেন ববি । ফ্লপ ছবির জোয়ারে নতুন অফার আসা বন্ধ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে ।
তিনি বললেন, 'আমি নিজেকে বোঝাই যে, আমার কাজ অভিনয় করা । শুধু যে হিরোর রোল করতে হবে তা নয় । এখন হয়তো সেই কারণেই এত কাজ আমার হাতে । মানুষ আমার কাজকে ভালোবাসছেন এখন ।'
সত্যিই ওটিটির সৌজন্যে পুনর্জন্ম হয়েছে ববির । 'আশ্রম' সিজ়ন 3 তো রয়েছেই, সঙ্গে 'আপনে 2' বা 'অ্যানিমেল'-এর মতো বড় ব্যানারের ছবি । ফিনিক্সের মতো উড়ান দিয়েছেন ছোটে দেওল ।