পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের বিএমসির

বিএমসির অনুমতি ছাড়া বাড়িকে হোটেলে রূপান্তরিত করার অভিযোগ উঠেছে সোনুর বিরুদ্ধে । যদিও এই অভিযোগ অস্বীকার করে বম্বে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন তিনি ।

asd
asd

By

Published : Jan 7, 2021, 12:44 PM IST

মুম্বই : সোনু সুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমসি)। তাদের অনুমতি ছাড়া ছয়তলা বাড়িকে তিনি হোটেলে রূপান্তরিত করেছেন বলে অভিযোগ ।

জুহুর বাড়িটিকে হোটেলে পরিণত করেছেন সোনু সুদ । যদিও বহুতলটিকে হোটেলে রূপান্তরিত করার আগে এই বিষয়ে বিএমসির থেকে তিনি কোনও অনুমতি নেননি বলে অভিযোগ । আর সেই কারণেই তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে বিএমসি ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সোনু । এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এই বহুতলকে হোটেল করার জন্য আগেই বিএমসির থেকে অনুমতি নিয়েছিলাম । পাশাপাশি মহারাষ্ট্র কোস্টাল জ়োন ম্যানেজমেন্ট অথরিটির কাছেও অনুমতির জন্য আবেদন জানিয়েছিলাম । কিন্তু কোরোনা পরিস্থিতির জেরে এখনও তাদের অনুমতিপত্র এসে পৌঁছায়নি । বেআইনিভাবে কোনও কিছুই করা হয়নি । আমি সবসময় আইন মেনে চলি । কোরোনা পরিস্থিতির সময় এই হোটেলেই ছিলেন কোরোনা যোদ্ধারা । যদি অনুমতি দেওয়া না হয় তাহলে এই হোটেলকে ফের বাড়ি হিসেবে ব্যবহার করব । বিএমসির অভিযোগের বিরুদ্ধে আমি বম্বে হাইকোর্টে আবেদন জানাব ।"

দেশে কোরোনা সংক্রমণ শুরুর সঙ্গে সঙ্গেই পরিযায়ী শ্রমিক থেকে অনেকের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু । কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য বাস, ট্রেন ও বিমানের ব্যবস্থা করা, আবার কখনও অনলাইল ক্লাসের জন্য পড়ুয়াদের সাহায্য করা । কখনও কারও চিকিৎসার খরচ দেওয়া তো কখনও ছেলেকে তার অসুস্থ মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন । এখনও দেশের যে কোনও প্রান্তের মানুষকে সাহায্য করে চলেছেন তিনি ।

আর সবাইকে সাহায্যের জন্য নিজের আটটি সম্পত্তি বন্ধক রাখেন সোনু । তার বিনিময়ে 10 কোটি টাকা ঋণ নিয়েছিলেন । সেই টাকা দিয়েই সবাইকে সাহায্য করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details