মুম্বই : মুম্বইকে 'পাক অধিকৃত কাশ্মীর' এবং 'তালিবান' বলার পর থেকে মহারাষ্ট্র সরকারের সঙ্গে কঙ্গনার চাপানউতর অব্যাহত । গতকাল নাকি BMC-র কিছু কর্মী জোর করে তাঁর প্রযোজনা সংস্থা 'মণিকর্ণিকা ফিল্মস'-এর অফিসে ঢুকে মাপজোক করা শুরু করে । আর আজ কঙ্গনার বিরুদ্ধে নোটিশ জারি BMC-র ।
কঙ্গনা নাকি তাঁর অফিসটি অবৈধ ভাবে তৈরি করেছেন । 48 কোটি টাকার বিলাসবহুল সেই অফিসে খুব তাড়াতাড়ি শুরু হত অভিনেত্রীর প্রযোজনা সংস্থা । কিন্তু, ঠিক করে শুরু করার আগেই আইনি জটিলতার মধ্যে পড়ল তাঁর স্বপ্নের 'মণিকর্ণিকা ফিল্মস' ।