মুম্বই : ফের কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশজুড়ে । বেশি বিপদ এড়াতে সতর্কতা অবলম্বনের গুরুত্ব বুঝতে পারছেন সবাই । তবে গওহর খান কিন্তু কোনও কিছুকে পাত্তাই দিলেন না । কোরোনা আক্রান্ত হওয়ার পরেও শুটিং করতে গেলেন । খবরটি জানতে পেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিএমসি ।
গওহরের নাম উল্লেখ না করলেও বিএমসি-র এক কর্মকর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা যখন আন্ধেরি ওয়েস্টে গওহরের বাড়িতে যাই উনি দরজা খোলেন না । আমরা জানতে পারি তিনি নাকি শুটিংয়ে বেরিয়ে গেছেন । এর পরেই পুলিশে অভিযোগ জানাই আমরা ।'