পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনা নিয়ে শুটিং, গওহরের বিরুদ্ধে দায়ের এফআইআর - গওহর খানের খবর

কোরোনা পজ়িটিভ হওয়া সত্ত্বেও শুটিং করলেন গওহর খান । জানতে পেরেই এফআইআর দায়ের করল বৃহন্মুম্বই পুরসভা ওরফে বিএমসি ।

Gauahar Khan shoots after covid positive
Gauahar Khan shoots after covid positive

By

Published : Mar 15, 2021, 11:10 PM IST

মুম্বই : ফের কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দেশজুড়ে । বেশি বিপদ এড়াতে সতর্কতা অবলম্বনের গুরুত্ব বুঝতে পারছেন সবাই । তবে গওহর খান কিন্তু কোনও কিছুকে পাত্তাই দিলেন না । কোরোনা আক্রান্ত হওয়ার পরেও শুটিং করতে গেলেন । খবরটি জানতে পেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিএমসি ।

গওহরের নাম উল্লেখ না করলেও বিএমসি-র এক কর্মকর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, 'আমরা যখন আন্ধেরি ওয়েস্টে গওহরের বাড়িতে যাই উনি দরজা খোলেন না । আমরা জানতে পারি তিনি নাকি শুটিংয়ে বেরিয়ে গেছেন । এর পরেই পুলিশে অভিযোগ জানাই আমরা ।'

ছবি সৌজন্যে আইএএনএস

ওশিয়াড়া পুলিশের পক্ষ থেকে ডিসিপি এস চৈতন্য জানান যে, ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা আইনের ৫১ বি ধারা অনুযায়ী গওহরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিএমসি ।

তবে এই পুরো বিষয়ে এখনও মুখ খোলেননি গওহর বা তাঁর পরিবারের কেউ ।

ABOUT THE AUTHOR

...view details