পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

খুনী ওরা তিনজন.. - বিরসা দাসগুপ্ত

সাদাসিধে তিনজন নারী । কে বলবে এদের ভিতরে লুকিয়ে তিন সাংঘাতিক খুনী ? হ্যাঁ, ঠিকই শুনেছেন । 'ব্ল্যাক উইডোজ়' ছবিতে এরা নিজেরাই নিজেদের বৈধব্যের জন্য দায়ি । স্বামীদের হত্যা করে নিজেদের জীবনটাকে গুছিয়ে নিতে চেয়েছেন ওরা তিনজন ।

Black Widoows by Birsa Dasgupta
Black Widoows by Birsa Dasgupta

By

Published : Nov 17, 2020, 6:37 PM IST

মুম্বই : টলিউড ছাড়িয়ে এবার বলিউডে নিজের জায়গা তৈরি করতে চলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত । স্বস্তিকা মুখার্জি তো কলকাতার মেয়ে, তবে মোনা সিং আর শমিতা শেট্টির মতো বলিউড অভিনেত্রীকে নিয়ে বিরসার নতুন হিন্দিভাষী ভেঞ্চার 'ব্ল্যাক উইডোজ়' ।

স্বস্তিকা

ভাবছেন এমন নাম কেন ? বিধবা বা উইডো তো সাধারণত সাদা রঙ দিয়ে চিহ্নিত হন । তাহলে ছবির নামে 'কালো' কেন ? কারণ, এই তিন নারী নিজেরাই নিজেদের বৈধব্যকে টেনে এনেছেন । স্বামীদের অকথ্য অত্যাচার আর অন্যায় সহ্য করতে না পেরে নিজেদের জীবনকে একটু গুছিয়ে নিতে চেয়েছেন ওরা । আর তাই একসঙ্গে তিন স্বামীকে হত্যা করেন স্বস্তিকা, শমিতা ও মোনা ।

মুক্তি পেয়েছে 'ব্ল্য়াক উইডোজ়'-এর ট্রেলার । ট্রেলারেই দেখানো হয়েছে এই খুনের ব্যাপারটা । তাহলে রহস্য কোথায় ? রহস্য খুনীদের পাকড়াও করার মধ্যে । গোয়েন্দরূপী পরমব্রত চট্টোপাধ্যায় কি খুঁজে বের করতে পারবেন এই মুখোশধারী খুনীদের ? কারণ খুন তো দিনের শেষে খুনই । সেটা যে কারণেই করা হোক না কেন !

পরমব্রত

গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাইমা সেন । রয়েছেন সব্যসাচী চক্রবর্তী, সাহেব চ্যাটার্জির মতো বাঙালি অভিনেতারাও । দেখে নিন 'ব্ল্যাক উইডোজ়'-এর ট্রেলার...

জ়ি ফাইভে 18 ডিসেম্বর মুক্তি পাবে বিরসা পরিচালিত এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details