মুম্বই : টলিউড ছাড়িয়ে এবার বলিউডে নিজের জায়গা তৈরি করতে চলেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত । স্বস্তিকা মুখার্জি তো কলকাতার মেয়ে, তবে মোনা সিং আর শমিতা শেট্টির মতো বলিউড অভিনেত্রীকে নিয়ে বিরসার নতুন হিন্দিভাষী ভেঞ্চার 'ব্ল্যাক উইডোজ়' ।
ভাবছেন এমন নাম কেন ? বিধবা বা উইডো তো সাধারণত সাদা রঙ দিয়ে চিহ্নিত হন । তাহলে ছবির নামে 'কালো' কেন ? কারণ, এই তিন নারী নিজেরাই নিজেদের বৈধব্যকে টেনে এনেছেন । স্বামীদের অকথ্য অত্যাচার আর অন্যায় সহ্য করতে না পেরে নিজেদের জীবনকে একটু গুছিয়ে নিতে চেয়েছেন ওরা । আর তাই একসঙ্গে তিন স্বামীকে হত্যা করেন স্বস্তিকা, শমিতা ও মোনা ।