পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিজেপি জিতলে আমার ছবি ভালো ব্যবসা করবে : উমং কুমার - Vivek Oberoi

নরেন্দ্র মোদির বায়োপিক তৈরি করেছেন উমং কুমার। হয়তো মুক্তিও পেয়ে যেত। কিন্তু, নির্বাচন কমিশনের হস্তক্ষেপে পিছিয়ে গেছে 'PM নরেন্দ্র মোদি'-র মুক্তির দিন। তবে মুক্তির আগেই বিভিন্ন কারণে হেডলাইন তৈরি করেছে ছবিটি।

উমং কুমার

By

Published : May 22, 2019, 7:30 PM IST

মুম্বই : লোকসভা নির্বাচনের উপর যাতে মোদির বায়োপিক কোনও প্রভাব ফেলতে না পারে, তাই জন্য পিছিয়ে দেওয়া হয় 'PM নরেন্দ্র মোদি'-র মুক্তি। তবে এই ছবির উপর লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্যই প্রভাব ফেলবে, এমনই মনে করছেন ছবির পরিচালক উমং কুমার।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে উমং কুমার বলেন যে, নির্বাচনে বিজেপি জিতলে বায়োপিকটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। তিনি বলেন, "আমরা আশা করছি এরকমই হবে। যদি বিজেপি জেতে তাহলে অবশ্যই সাহায্য হবে।"

তবে বিজেপি না জিতলে যে ছবিটা খারাপ ব্যবসা করবে সেটাও মানতে চান না উমং। তিনি বললেন, "আমরা একটা ভালো ছবি বানিয়েছি আর সেটা আমাদের গর্ব। আমরা চাই সবাই ছবিটা দেখুক।"

বিজেপি কি জিতবে আবার? এই প্রশ্নে উমংয়ের স্পষ্ট জবাব, "রাজনীতির ব্যাপারে আমার একফোঁটাও জ্ঞান নেই।"

ABOUT THE AUTHOR

...view details