মুম্বই : লোকসভা নির্বাচনের উপর যাতে মোদির বায়োপিক কোনও প্রভাব ফেলতে না পারে, তাই জন্য পিছিয়ে দেওয়া হয় 'PM নরেন্দ্র মোদি'-র মুক্তি। তবে এই ছবির উপর লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্যই প্রভাব ফেলবে, এমনই মনে করছেন ছবির পরিচালক উমং কুমার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে উমং কুমার বলেন যে, নির্বাচনে বিজেপি জিতলে বায়োপিকটি বক্স অফিসে ভালো ব্যবসা করবে। তিনি বলেন, "আমরা আশা করছি এরকমই হবে। যদি বিজেপি জেতে তাহলে অবশ্যই সাহায্য হবে।"