অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল প্রথম থেকেই । সেই ইচ্ছে থেকেই ভরতি হন মুম্বইয়ের একটি অ্যাক্টিং স্কুলে । যার জন্য ঋণ নিতে হয়েছিল তাঁর বাবাকে । কিন্তু, বেশি দিন স্কুলে যাননি । উপস্থিতির হার কম থাকায় তাঁকে বের করে দেওয়া হয় ওই স্কুল থেকে । তবে স্কুল থেকে বের করে দেওয়া হলেও, অভিনয়ের প্রতি ভালোবাসা কমেনি । হারও মানেনি তিনি । আর সেই ইচ্ছেডানার উপর ভর করেই পা রাখেন যশ রাজ ফিল্মসের অফিসে । সহ পরিচালক হিসেবে নিযুক্ত হন তিনি । যা অভিনয়কে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছিল তাঁকে । এরপর একটু একটু করে নিজেকে অভিনেত্রী হওয়ার যোগ্য করে তোলেন । ব্রেকটা আসে 2015 সালে । তবে প্রথম ছবিতে তথাকথিত সুন্দরী, স্লিম অ্যান্ড ট্রিম অভিনেত্রী হিসেবে দেখা যায়নি তাঁকে । বরং একজন মোটা গৃহবধূর চরিত্রে ক্যামেরার সামনে ধরা দেন । মনও জয় করে নেন দর্শকদের । এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি । একাধিক ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে ভূমি পেদনেকর ভেঙে দিয়েছিলেন গতে বাঁধা ছক । আর এভাবেই নিজেকে প্রমাণ করেছেন তিনি ।
বলিউডে ভূমির পথচলা শুরু 2015 সালে । রোম্যান্টিক কমেডি ড্রামা 'দম লাগা কে হইস্যা'-তে মোটা গৃহবধূর চরিত্রে অভিনয় করেন । এই চরিত্র খুব তাড়াতাড়িই সাফল্য এনে দেয় তাঁকে । বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি ।
ভূমিকে এরপর দেখা যায় যশ রাজ ফিল্মসের একটি ছোটো ওয়েব সিরিজ় 'ম্যানস ওয়ার্ল্ড'-এ । যেখানে লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলা হয় ।
এরপর 'টয়লেট : এক প্রেম কথা'-তে অভিনয় করে তাক লাগিয়ে দেন ভূমি । দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন অ্যাওয়ার্ডের পক্ষ থেকে পেয়ে যান বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ডও । এই স্যাটিরিকাল কমেডি ছবিতে শৌচালয় ব্যবহার নিয়ে মানুষকে সচেতন করতে দেখা যায় ।
2017 সালে 'শুভ মঙ্গল সাবধান'-এ তাঁর অভিনয় সকলকে মুগ্ধ করে । ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ফর বেস্ট অ্যাক্ট্রেসের জন্য তিনি মনোনীতও হয়েছিলেন ।
পরিচারিকার চরিত্রে অভিনয় করতে চান না অনেকেই । যদিও ভূমির কাছে কোনও চরিত্রই ছোটো নয় । আর সেই কারণেই 'লাস্ট স্টোরিজ়'-র মতো ওয়েব সিরিজ়ে পরিচারিকার চরিত্রে দেখা যায় তাঁকে ।