স্রোতের বিপরীতে হেঁটে কখনও নিয়েছেন ঝুঁকি । আবার কখনও চ্যালেঞ্জ । পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়ে প্রতি মুহূর্তে নিজের চরিত্রকে ভেঙেছেন । নিখুঁতভাবে অভিনয় করেছেন নানা বয়সের নানা ধরনের চরিত্রে । আর হয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আমির খানের জন্মদিনে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি যা তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বানিয়েছে ।
'লগান'-এর ভুবন চরিত্রে অভিনয় করার আগে চরিত্রের সঙ্গে একাত্ম হতে কানে পিয়ার্স রিং করার পাশাপাশি প্রখর রোদের মধ্যে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন । 'ধুম থ্রি'-তে অভিনয় করার আগে মাইলের পর মাইল হাঁটতেন তিনি । 'পিকে'-তে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে শেখেন ভোজপুরি । তাঁর সমকালীন অভিনেতাদের মতো তিনি নিজেকে একই ধরনের ছবিতে সীমাবদ্ধ রাখেননি, নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে গেছেন । চল্লিশ বছর বয়সেও 'থ্রি ইডিয়টস'-এর মতো ব্লকবাস্টার ছবিতে IIT ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন । যেখানে তাঁর বয়সের ছাপ পড়তে দেননি তিনি । আবার 2016 সালে 60 বছর বয়সি কুস্তিগির মহাবীর ফোগোতের চরিত্রে অভিনয় করেছেন । সেটিও বক্স অফিসে সাফল্য পেয়েছে ।