পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Birthday স্পেশাল : বলিউডের পারফেকশনিস্ট আমির খান - আমির খান

আজ 55 বছরে পা দিলেন আমির খান । বলিউডের মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত তিনি । তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি যা তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বানিয়েছে ।

মনব
মনব

By

Published : Mar 14, 2020, 7:03 AM IST

Updated : Mar 16, 2020, 3:43 PM IST

স্রোতের বিপরীতে হেঁটে কখনও নিয়েছেন ঝুঁকি । আবার কখনও চ্যালেঞ্জ । পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়ে প্রতি মুহূর্তে নিজের চরিত্রকে ভেঙেছেন । নিখুঁতভাবে অভিনয় করেছেন নানা বয়সের নানা ধরনের চরিত্রে । আর হয়ে উঠেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট । আমির খানের জন্মদিনে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি যা তাঁকে মিস্টার পারফেকশনিস্ট বানিয়েছে ।

'লগান'-এর ভুবন চরিত্রে অভিনয় করার আগে চরিত্রের সঙ্গে একাত্ম হতে কানে পিয়ার্স রিং করার পাশাপাশি প্রখর রোদের মধ্যে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন । 'ধুম থ্রি'-তে অভিনয় করার আগে মাইলের পর মাইল হাঁটতেন তিনি । 'পিকে'-তে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে শেখেন ভোজপুরি । তাঁর সমকালীন অভিনেতাদের মতো তিনি নিজেকে একই ধরনের ছবিতে সীমাবদ্ধ রাখেননি, নানা ধরনের চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে গেছেন । চল্লিশ বছর বয়সেও 'থ্রি ইডিয়টস'-এর মতো ব্লকবাস্টার ছবিতে IIT ছাত্রের চরিত্রে অভিনয় করেছেন । যেখানে তাঁর বয়সের ছাপ পড়তে দেননি তিনি । আবার 2016 সালে 60 বছর বয়সি কুস্তিগির মহাবীর ফোগোতের চরিত্রে অভিনয় করেছেন । সেটিও বক্স অফিসে সাফল্য পেয়েছে ।

তবে তাঁর ক্যারিয়ারের শুরুটা একটু অন্যরকম ছিল । বেশিরভাগ মাল্টি স্টারার ছবিতে দেখা যেত তাঁকে । কিন্তু 'রাজা হিন্দুস্তানি'-র পর ছবিটা বদলাতে থাকে । বছরে একটি বা বড় জোর দুটির বেশি সিনেমায় অভিনয় করতে দেখা যায়নি তাঁকে । বক্স অফিসেও হিট করতে থাকে তাঁর একের পর এক ছবি ।

তাঁর সাম্প্রতিক ছবি 'ঠগস অফ হিন্দুস্তান' বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে । কিন্তু এই একটি সিনেমা দিয়ে অভিনেতা আমির খানকে মূল্যায়ণ করা যায় না । তিনি একের পর এক ভালো ও হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন । ব্যর্থ হলে বরাবর তিনি তার মুখোমুখি হয়েছেন । ব্যর্থতাকে স্বীকার করেছেন । তাই তো ফ্লপের কথা ভুলে গিয়ে এখন 'লাল সিং চাড্ডা' নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি ।

দেখুন ভিডিয়ো

সাময়িক মন খারাপ হলেও তাঁর ভক্তরাও হতাশ হননি । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ETV ভারত সিতারাও তাঁর আরও ব্লকবাস্টার ছবির অপেক্ষায় রইল ।

Last Updated : Mar 16, 2020, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details