পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনেই আদিত্য রয় কাপুরের পরবর্তী ছবির ঘোষণা

এর আগে মুক্তি পেয়েছিল 'মলঙ্গ'। সেখানে অনিল কাপুর, দিশা পাটানি, কুণাল খেমুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আদিত্য । সেখানে অ্যাকশন করতে দেখা গিয়েছিল তাঁকে । আর পরবর্তী ছবিতেও অ্যাকশন হিরো হিসেবেই ধরা দেবেন তিনি ।

asd
asd

By

Published : Nov 16, 2020, 1:19 PM IST

Updated : Nov 16, 2020, 1:40 PM IST

মুম্বই : আজ 35 বছরে পা দিলেন আদিত্য রয় কাপুর । আর তাঁর জন্মদিনেই পরবর্তী ছবির কথা ঘোষণা করা হল জ়ি স্টুডিয়োর তরফে । ছবির নাম 'ওম-দা ব্যাটেল উইথইন'।

এর আগে মুক্তি পেয়েছিল 'মলঙ্গ'। সেখানে অনিল কাপুর, দিশা পাটানি, কুণাল খেমুর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আদিত্য । সেখানে অ্যাকশন করতে দেখা গিয়েছিল তাঁকে । আর পরবর্তী ছবিতেও অ্যাকশন হিরো হিসেবেই ধরা দেবেন তিনি ।

নিজের আপকামিং প্রোজেক্ট সম্পর্কে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আদিত্য বলেন, "গত বছর শেষের দিকে 'লুডো' ও 'মলঙ্গ'-এর কাজ করলাম । তারপর লকডাউন শুরু হয়ে যায় । সেই থেকে আমার হাতে আর কোনও কাজ আসেনি । তবে 2020 সালটা আমার কাছে খুবই স্পেশাল । 'লুডো' ও 'মলঙ্গ' দুটি ছবিতেই আমার অভিনয় প্রশংসিত হয়েছে । আর এবার পরবর্তী প্রোজেক্ট নিয়ে কয়েক মাস ধরে কাজ করছি । ছবির নাম 'ওম-দা ব্যাটেল উইথইন'।"

তিনি আরও বলেন, "গত কয়েক মাস ধরে ওমের মধ্যেই রয়েছি । আর এখন এই ছবির শুটিং শুরু করার অপেক্ষায় রয়েছি ।"

এই ছবিটি পরিচালনা করবেন কপিল ভর্মা । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি দেবেন তিনি । আগামী মাসেই শুরু হবে ছবির শুটিং । আর সব ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝিতে মুক্তি পাবে 'ওম-দা ব্যাটেল উইথইন'।

Last Updated : Nov 16, 2020, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details