পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Birth Day স্পেশাল : 'রিফিউজি' থেকে বলিউডের পাকা আসনে করিনা - করিনার জন্মদিন

বলিউডের বেবো অর্থাৎ করিনা কাপুর খানের আজ 39 তম জন্মদিন। মুম্বইয়ের অভিজাত কাপুর পরিবারে 1980 সালে জন্মগ্রহণ করেন করিনা।

Kareena Kapoor Birth Day

By

Published : Sep 21, 2019, 12:11 AM IST

2000 সালে 'রিফিউজি' ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন করিনা। কিন্তু, তার আগেই 'কহো না প্যায়ার হ্য়ায়' ছবিতে হৃতিকের বিপরীতে তাঁকে কাস্ট করা হয়েছিল। তবে সেই প্রোজেক্ট ছেড়েছিলেন তিনি। কারণ করিনার মনে হয়েছিল যে, ছবিতে হৃতিককে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে।

হ্যাঁ করিনা এমনই। বলিউডের 'নাক উঁচু' অভিনেত্রী হিসেবে পরিচিতি আছে তাঁর। কিন্তু, করিনা এমন বলেই হয়তো তাঁর ক্যারিয়ারগ্রাফে সেই অর্থে 'হিরো সেন্ট্রিক' ছবিতে শুধুমাত্র 'ট্রফি হিরোইন' হয়ে অভিনয় করার নিদর্শন প্রায় নেই বললেই চলে।

গ্ল্যামার আর বুদ্ধিমত্তার মিশেল

'কভি খুশ কভি গম' বা 'অশোকা'-র মতো ছবিতে অভিনয় করলেও 2004 সালে 'চামেলি' ছবিতে এক সেক্স ওয়ার্কারের ভূমিকায় অভিনয় করে তিনি সমালোচকদের নজরে আসেন। সেই বছরই 'দেব' ছবিতে এক দাঙ্গাপীড়িত মহিলার চরিত্রে অভিনয় করেন করিনা। আর 2006 সালের 'ওমকারা' ছবিতে শেক্সপিয়র অনুপ্রাণিত ডেস্ডিমোনার চরিত্রটিও তাঁর ক্যারিয়ারগ্রাফে খুবই গুরুত্বপূর্ণ।

তবে করিনার ক্যারিয়ারগ্রাফ কখনও সরলরেখায় চলেনি। তীব্র ওঠাপড়ার মধ্যে দিয়ে এগিয়েছে তাঁর ফিল্মি ক্যারিয়ার। কিন্তু, প্রতিভা থাকলে তা প্রমাণিত হবেই। তাই '3 ইডিয়টস', 'কুরবান' বা 'তলাশ'-এর মতো চ্যালেঞ্জিং রোলে আজও তাঁকে মনে রেখেছে দর্শক।

ক্যারিয়ের মধ্য গগনে মাতৃত্বকে গ্রহণ করেছেন করিনা

আপাতত করিনাকে ডান্স রিয়েলিটি শো 'ডান্স ইন্ডিয়া ডান্স'-এর বিচারক হিসেবে টেলিভিশনের পরদায় দেখা যাচ্ছে। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে 'গুড নিউজ়' সহ আরও অনেক প্রোজেক্ট।

প্রতিবার মুম্বইতে জন্মদিন পালন করলেও, এইবার তিনি সপরিবারে 'পতৌদি প্যালেসে' তাঁর জন্মদিন কাটাবেন। জন্মদিনে অনেক শুভেচ্ছা করিনা।

এক ঝলকে করিনার যাত্রাপথ

ABOUT THE AUTHOR

...view details