2000 সালে 'রিফিউজি' ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন করিনা। কিন্তু, তার আগেই 'কহো না প্যায়ার হ্য়ায়' ছবিতে হৃতিকের বিপরীতে তাঁকে কাস্ট করা হয়েছিল। তবে সেই প্রোজেক্ট ছেড়েছিলেন তিনি। কারণ করিনার মনে হয়েছিল যে, ছবিতে হৃতিককে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে।
হ্যাঁ করিনা এমনই। বলিউডের 'নাক উঁচু' অভিনেত্রী হিসেবে পরিচিতি আছে তাঁর। কিন্তু, করিনা এমন বলেই হয়তো তাঁর ক্যারিয়ারগ্রাফে সেই অর্থে 'হিরো সেন্ট্রিক' ছবিতে শুধুমাত্র 'ট্রফি হিরোইন' হয়ে অভিনয় করার নিদর্শন প্রায় নেই বললেই চলে।
'কভি খুশ কভি গম' বা 'অশোকা'-র মতো ছবিতে অভিনয় করলেও 2004 সালে 'চামেলি' ছবিতে এক সেক্স ওয়ার্কারের ভূমিকায় অভিনয় করে তিনি সমালোচকদের নজরে আসেন। সেই বছরই 'দেব' ছবিতে এক দাঙ্গাপীড়িত মহিলার চরিত্রে অভিনয় করেন করিনা। আর 2006 সালের 'ওমকারা' ছবিতে শেক্সপিয়র অনুপ্রাণিত ডেস্ডিমোনার চরিত্রটিও তাঁর ক্যারিয়ারগ্রাফে খুবই গুরুত্বপূর্ণ।