মুম্বই : 14 জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত । তারপর কেটে গেছে দেড় মাস । কিন্তু, এখনও সুশান্তকে চর্চার কোনও শেষ নেই । বরং দিনে দিনে আরও বাড়ছে জটিলতা । রহস্যের কিনারা করতে মাঠে নেমে পড়েছে মুম্বই ও বিহার পুলিশ । বাদ নেই ED-ও ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, 'দিল বেচারা' ছবির কাস্টকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে বিহার পুলিশ । ইতিমধ্যেই ছবির পরিচালক মুকেশ ছাবড়াকে ইন্টারোগেট করেছে পুলিশ । এবার একে একে বাকি ইউনিট মেম্বারদেরও প্রশ্ন করবে তারা ।