মুম্বই : 'বিগ বস'-এর বাড়িতে সবার মুখ থেকে ভদ্রতা সভ্যতার মুখোশ খসে পড়ে একটা সময়ের পর । এক ছাদের তলায় থাকতে থাকতে, খাবারের জন্য লড়াই করতে করতে ভিতরের জান্তব প্রবৃত্তিগুলো সামনে চলে আসে । তা সত্ত্বেও নিজেদের সামলে রাখতে হয়, কারণ এটা ন্যাশনাল টেলিভিশন । কিন্তু মাত্রা ছাড়ালেন রাখি সাওয়ান্ত ।
বাড়ির অন্য সদস্যদের প্রতি রাখির ব্যবহার দেখে স্তম্ভিত সলমন খান । কারও চরিত্র নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে গালিগালাজ করা...কিছুই বাদ দেন না রাখি । সেই দেখে মেজাজ হারালেন সলমন ।