মুম্বই : কয়েকদিন আগেই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে এখন তিনি পুরোপুরি সুস্থ । কিন্তু, এখন নিজের জীবনের কোনও ঝুঁকি নিতে চান না তিনি । সেই কারণে সম্পূর্ণ সুরক্ষাবিধি মেনেই শুটিং করছেন অমিতাভ বচ্চন ।
বেশ কয়েকদিন আগেই 'কউন বনেগা ক্রোড়পতি 12' (KBC)-এর শুটিং শুরু করেছেন বিগ বি । কিন্তু, কোরোনা পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চান না তিনি । আর সেই কারণে এবার শুটিং ফ্লোরেও ফেস শিল্ড পরতে দেখা গেল তাঁকে ।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ । সেখানে সেটের মধ্যে ফেস শিল্ড পরতে দেখা গিয়েছে তাঁকে । এই ছবির ক্যাপশনে লেখেন, "নিরাপদে থাকুন...আর সুরক্ষা মেনে চলুন"।
জুলাই মাসে কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন অমিতাভ । তবে শুধু তিনিই নয়, সেই সময় কোরোনায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যা । হাসপাতালে ভরতি হয়েছিলেন সবাই । তবে এখন তাঁরা সবাই পুরোপুরি সুস্থ ।
ধীরে ধীরে স্বাভাবিক জীবন অর্থাৎ শুটিং শুরু করেছেন তাঁরা । বাদ যাননি অমিতাভও । কোরোনা পরিস্থিতির মধ্যে সব নিয়ম মেনেই শুটিং শুরু করেছেন তিনি । আর মাঝে মধ্যেই শুটিং ফ্লোরের নানা মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।