মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন । নিজের অনুভূতি, পুরোনো স্মৃতি সবকিছুই তিনি শেয়ার করেন তাঁর ফ্যানেদের সঙ্গে । হঠাৎ করেই আজ অমিতাভ খুঁজে পেলেন লতা-আশার পুরোনো একটা ফোটোগ্রাফ । ছবিটি শেয়ার করলেন বিগ-বি ।
সাদা-কালো সেই ছবিতে লতা মঙ্গেশকরকে একটু চেনা গেলেও আশাকে একেবারেই চেনার উপায় নেই, এতটা অল্প বয়সের ছবি সেটি । ক্যাপশনে লিখেছেন, "এটা লতাজী-আশাজীর ছোটোবেলার একটা ছবি । আজই আমি দেখলাম লতাজী ওঁর গুরুদের স্মৃতিচারণা করেছেন, আর হঠাৎ করে আজই আমি এই ছবিটা খুঁজে পেলাম.. টেলিপ্যাথি !"