পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লতা-আশার থ্রোব্যাক ছবি শেয়ার অমিতাভের, দেখলে চেনা যায় না - আশা ভোঁসলে

লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ছোটোবেলার ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন । সাদা-কালো সেই ছবিতে প্রায় চেনাই যাচ্ছে না লতা-আশাকে ।

Big Bo Amitabhh shares picture of Lata Mangeshkar and Asha Bhosle
Big Bo Amitabhh shares picture of Lata Mangeshkar and Asha Bhosle

By

Published : Feb 11, 2020, 6:52 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন অমিতাভ বচ্চন । নিজের অনুভূতি, পুরোনো স্মৃতি সবকিছুই তিনি শেয়ার করেন তাঁর ফ্যানেদের সঙ্গে । হঠাৎ করেই আজ অমিতাভ খুঁজে পেলেন লতা-আশার পুরোনো একটা ফোটোগ্রাফ । ছবিটি শেয়ার করলেন বিগ-বি ।

সাদা-কালো সেই ছবিতে লতা মঙ্গেশকরকে একটু চেনা গেলেও আশাকে একেবারেই চেনার উপায় নেই, এতটা অল্প বয়সের ছবি সেটি । ক্যাপশনে লিখেছেন, "এটা লতাজী-আশাজীর ছোটোবেলার একটা ছবি । আজই আমি দেখলাম লতাজী ওঁর গুরুদের স্মৃতিচারণা করেছেন, আর হঠাৎ করে আজই আমি এই ছবিটা খুঁজে পেলাম.. টেলিপ্যাথি !"

লতা মঙ্গেশকর তাঁর সোশাল মিডিয়ায় লিখেছেন, "আজ আমার পিতাসমান পন্ডিত কবি নরেন্দ্র শর্মাজী আর আমার আধ্যাত্মিক গুরুজী জম্মু মহারাজজীর প্রয়াণ দিবস । এই দু'জনের থেকে আমি অনেক কিছু শিখেছি । আমার কোটি প্রণাম এই দুই মহান ব্যক্তিকে ।"

অমিতাভ বচ্চন অভিনীত অসংখ্য ছবিতে নায়িকার চরিত্রে প্লেব্যাক করেছেন লতা মঙ্গেশকর । তাঁদের দু'জনের ঘনিষ্ঠতাও সর্বজনবিদিত । লতার পোস্ট আর অমিতাভের হঠাৎ করে পুরোনো ছবি খুঁজে পাওয়া সত্যিই টেলিপ্যাথির থেকে কোনও অংশে কম নয় ।

ABOUT THE AUTHOR

...view details