মুম্বই : কোরোনা ভাইরাসের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছে গোটা বিশ্ব । সংক্রমণ আটকাতে অবিরাম চেষ্টা করে চলেছেন চিকিৎসকরা । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । ভরতি হাসপাতাল । কোনও হাসপাতালে বেড না থাকায় পরিষেবা পাচ্ছেন না রোগীরা । এই পরিস্থিতিতের সঙ্গে মোকাবিলা করতে এক নতুন পথ বের করেছেন অমিতাভ বচ্চন । সোশাল মিডিয়ায় তা শেয়ারও করেন তিনি ।
কোরোনা আতঙ্কের জেরে এখন গোটা দেশে জারি লকডাউন । এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়েছে রেল পরিষেবাও । অবহেলায় পড়ে রয়েছে ট্রেনেরা কামরাগুলি । সেগুলিকেই এই সময় আইসোলেশন ওয়ার্ডে পরিণত করার পরামর্শ দিয়েছেন অমিতাভ । কামরাগুলি পরিষ্কার করে সেখানে অনায়াসেই রাখা যাবে রোগীদের । যার ফলে পরিষেবা পাবেন সবাই । যদিও এই বুদ্ধি অমিতাভের মাথায় একেবারেই আসেনি । সেই কথাও সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি । বিগ বির ইনস্টাগ্রাম পেজে কেউ শেয়ার করেন বিষয়টি । যা অমিতাভের ভালো বলে মনে হয় । তারপর সেটাই টুইটারে শেয়ার করেন তিনি ।