মুম্বই : 37 বছর আগে আজকের দিনে দ্বিতীয় জীবন ফিরে পেয়েছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন । 1982 সালে 'কুলি'-তে শুটিং করার সময় একটি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন বিগ-বি । তারপর কয়েকদিন হাসপাতালে চিক্ৎসার পর নতুন জীবন ফিরে পান তিনি ।
আজ ওই দুর্ঘটনার কথা মনে করে টুইট করেন বিগ-বি । যেখানে তিনি স্বীকার করেন ভক্তদের ভালোবাসা ও সমর্থন তাঁকে নতুন জীবন দিয়েছে ।
তিনি টুইট করেন, "অনেকে আছেন যারা আজকের দিনটিকে ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনার সঙ্গে স্মরণ করেন.. আমি শুধু বলতে পারি, আমর সঙ্গে এই ধরনের চিন্তাভাবনা আছে বলে আমি ধন্য.. এই ভালোবাসা আমাকে প্রতিদিন বহন করে নিয়ে যাচ্ছে... এই ঋণ আমি কখনও শোধ করতে পারব না.."
বিগ-বি'র ছেলে অভিষেক বচ্চনও সোশাল মিডিয়ায় তাঁর বাবার এই 'দ্বিতীয় জন্মদিন' উদযাপন করেন । ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি শেয়ার করেন । ছবিতে সুস্থ হয়ে ওঠার পর অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চন ও স্বেতা রয়েছেন ।
ক্যাপশনে লেখেন, "37 বছর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে । কুলির সেটে ভয়ঙ্কর দুর্ঘটনায় জখম থেকে সুস্থ হয়ে ওঠার পর । আজ - 2 অগাস্ট, আমরা তাঁর দ্বিতীয় জন্মদিন উদযাপন করি । আজকের দিনে ডাক্তারদের প্রচেষ্টায় অলৌকিকভাবে পুনরায় জীবন ফিরে পেয়েছিলেন তিনি । শুভ জন্মদিন পা ! তোমাকে ভালোবাসি ।"
অমিতাভ বচ্চন কয়েকদিন আগেই কমেডি-ড্রামা 'গুলাবো সিতাবো'-র শুটিং শেষ করেছেন । সুজিত সরকারের পরিচালনায় ছবিতে আয়ুষ্মান খুরানা ও নলনীশ নীলকেও দেখা যাবে । ছবিটি 24 এপ্রিল মুক্তি পাবে ।
এছাড়াও রুমি জাফরির 'চেহরে'-তে ইমরান হাসমির সঙ্গে অভিনয় করছেন বিগ-বি ।