মুম্বই : হাসপাতালে থাকলেও ফ্যানেদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছেন অমিতাভ । নিজের হেলথ আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিন্ন স্বাদের অনুপ্রেরণাদায়ক পোস্টও করে চলেছেন তিনি । এবার অমিতাভের পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ।
টুইটারে অমিতাভ লিখেছেন, "আমাদের এই দুই হাতই আমাদের ধর্ম । হাত জোড়া করে রাখলে সেটা পুজো আর খুলে রাখলে সেটা দুয়া ।"