পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হাসপাতাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা অমিতাভের - অমিতাভ বচ্চনের খবর

হাসপাতালে থাকলেও কর্মহীন বসে নেই অমিতাভ বচ্চন । সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি । সেখানে বসে থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন অভিনেতা ।

Amitabh bachchan religious harmony
Amitabh bachchan religious harmony

By

Published : Jul 23, 2020, 5:07 PM IST

মুম্বই : হাসপাতালে থাকলেও ফ্যানেদের সঙ্গে সমানে যোগাযোগ রেখে চলেছেন অমিতাভ । নিজের হেলথ আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিন্ন স্বাদের অনুপ্রেরণাদায়ক পোস্টও করে চলেছেন তিনি । এবার অমিতাভের পোস্টে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা ।

টুইটারে অমিতাভ লিখেছেন, "আমাদের এই দুই হাতই আমাদের ধর্ম । হাত জোড়া করে রাখলে সেটা পুজো আর খুলে রাখলে সেটা দুয়া ।"

সঙ্গে অমিতাভ একটা কোলাজ শেয়ার করেছেন । একটি ছবিতে তাঁর হাত জোড় করা আর অন্য ছবিতে তিনি হাত খুলে দুয়া করছেন আল্লাহর কাছে । দ্বিতীয়টি তাঁর অভিনীত কোনও ছবির দৃশ্য ।

দেখে নিন অভিনেতার টুইট..

কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি অমিতাভ, অভিষেক, ঐশ্বিরায় আর আরাধ্যা । তবে প্রত্যেকের অবস্থাই এখন স্থিতিশীল । রাখা হয়েছে কড়া নজরদারীর মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details