পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং শুরু করলেন অমিতাভ

আজ থেকেই 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শুরু করলেন অমিতাভ । ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সেকথা জানান তিনি ।

ো্
োে্

By

Published : Aug 24, 2020, 11:34 AM IST

মুম্বই : কোরোনাকে জয় করে মাত্র কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন । এর মধ্যেই 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শুরু করলেন তিনি । আর এই রিয়েলিটি শোয়ের শুটিংয়ের মাধ্যমেই কাজে ফিরলেন বিগ বি ।

আজ থেকেই 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং শুরু করেছেন অমিতাভ । ইনস্টাগ্রামে দুটি ছবি নিয়ে একটি কোলাজ বানিয়ে পোস্ট করেছেন তিনি । সেখানে নীল রঙের PPE পরে সেটের মধ্যে বসে থাকতে দেখা গিয়েছে রিয়েলিটি শোয়ের ক্রু মেম্বারদের । আর সেই ছবির ঠিক নিচে নিজের হাসিমুখের একটি ছবি পোস্ট করেন বিগ বি ।

ছবির ক্যাপশনে লেখেন, "কাজে ফিরলাম...নীল PPE-র সমুদ্রে...KBC 12...শুরু হয়েছিল 2000 থেকে...এখন 2020 সাল...20টা বছর ! অসাধারণ !!"

এদিকে মে মাসেও 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং করছিলেন অমিতাভ । সেই সময় তাঁকে শুটিং করতে বারণ করেছিলেন অনুরাগীরা । কিন্তু, কারও কথা না শুনে ব্লগে তিনি লেখেন, "বেশ করেছি, কাজ করেছি । আপনার কী সমস্যা ? যদি সমস্যা থেকেও থাকে তবে তা নিজের কাছে রাখুন । দু’দিনের শুট একদিনে শেষ করা হয়েছে । সতর্কতা মেনেই সব করা হয়েছে ।"

তবে সতর্কতা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি । কোরোনায় আক্রান্ত হন অমিতাভ সহ অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা । তবে এখন তাঁরা সবাই কোরোনা মুক্ত । আজ শুটিংও শুরু করেছেন বিগ বি । তবে কোরোনা পরিস্থিতিতে তাঁর শুটিং করা নিয়ে চিন্তিত রয়েছেন অনুরাগীরা ।

ABOUT THE AUTHOR

...view details