পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই পৃথিবীর সবকিছু বিক্রয়যোগ্য নয় : অসুস্থতা প্রসঙ্গে বললেন অমিতাভ - Amitabh Bachchan latest news

নিজের অসুস্থতা নিয়ে তৈরি হওয়া গুজব প্রসঙ্গে মুখ খুললেন অমিতাভ বচ্চন। বললেন, "এই পৃথিবীর সবকিছু বিক্রয়যোগ্য নয়।"

Amitabh Bachchan reacts on illness

By

Published : Oct 19, 2019, 5:04 PM IST

মুম্বই : কয়েকদিন ধরেই অমিতাভের অসুস্থতা নিয়ে একটা গুজব তৈরি করা হয়েছে। রুটিন চেকআপে গেছিলেন অমিতাভ আর সেই ঘটনাকেই ছড়িয়ে দেওয়া হয় যে, হাসপাতালে ভরতি তিনি। অবশেষে মুখ খুললেন অভিনেতা।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, "শারীকিক অসুস্থতা ও মেডিকেল কন্ডিশন প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। এই অবস্থার অপব্যবহার করা বা এই অবস্থাকে নিয়ে বাণিজ্য করা খুবই অনৈতিক। এই পৃথিবীর সবকিছু বিক্রয়যোগ্য নয়।"

আরও পড়ুন : অমিতাভ সুস্থ, রয়েছেন বাড়িতেই

তবে যাঁরা এই কয়েকদিন অমিতাভের আরোগ্য কামনা করেছেন, তাঁদের উদ্দেশে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। লিখেছেন, "যাঁরা আমার জন্য প্রার্থনা করেছেন, যাঁরা আমার ব্যাপারে দুশ্চিন্তা করেছেন, তাঁদের আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা জানালাম।"

হয়তো আকাশ ছুঁয়েছেন, কিন্তু পা এখনও মাটিতে অমিতাভের। তাই অসুস্থতা নিয়ে গুজব প্রসঙ্গে বিরক্ত হলেও ফ্যানেদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। রাজনীতি, সমাজ, ধর্ম এসব নিয়ে মানুষে মানুষে বিভেদ থাকলেও অমিতাভকে নিয়ে তাই আজও সবাই একমত, বলিউডের 'শাহেনশা' তিনি, একচ্ছত্র রাজা।

ABOUT THE AUTHOR

...view details