মুম্বই : নিজে হোমিওপ্যাথি থেকে অনেক উপকার পেয়েছেন । তাই কোরোনার মোকাবিলায় হোমিওপ্যাথির ব্যবহার দেখতে চান অমিতাভ । জানতে চান, হোমিওপ্যাথি ওষুধ কি এই ভাইরাস দমনে সক্ষম ? অমিতাভের এই মন্তব্যে সমালোচনা সোশাল মিডিয়ায় ।
বিগ-বি টুইটারে লিখেছেন, "নিজে হোমিওপ্যাথি থেকে উপকার পেয়েছি, তাই দেখতে চাই কোরোনাকে কাউন্টার করতে আয়ুষ মন্ত্রক কী করতে পারেন ? আশা করব, এই মহামারীকে আটকাতে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষই প্রথম প্রতিষেধক আবিষ্কার করবে ।"
বিগ-বির এই টুইট খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের । কেউ লিখেছেন, "আপনি সংক্রামিত হলে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান । তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে ।"