মুম্বই : প্রত্যেকদিন নিজেকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করান অমিতাভ, প্রত্যেক দিন নিজের গড়ার রেকর্ডকে অতিক্রম করেন তিনি । প্রমাণ করে দেন ইচ্ছে থাকলে, বয়সটা কোনও বাধা নয় ।
আজ অর্থাৎ 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে অমিতাভ ও আয়ুষ্মান খুরানা অভিনীত 'গুলাবো সিতাবো' । অমিতাভ নিজের চরিত্র অর্থাৎ মির্জা হয়ে উঠতে প্রত্যেকদিন চার-পাঁচ ঘণ্টার প্রস্থেটিক মেকআপ করতেন । মে মাসের দারুণ গরমে সেই মেকআপ নিয়ে আউটডোরে শুট করতেন । এটা কি কোনও চ্যালেঞ্জের থেকে কম ?
অভিনেতা বললেন, "প্রত্যেকটা প্রোজেক্ট এক একটা চ্যালেঞ্জের মতো । 'গুলাবো সিতাবো' কোনও অংশে কম নয় । চার-পাঁচ ঘণ্টা ধরে প্রস্থেটিক মেকআপ করা, বৃদ্ধ মির্জার মতো করে হাঁটাচলা-কথা বলা, মে মাসের সাংঘাতিক গরম এই সবকিছু ফেস করতে হয়েছে ।"
কিন্তু, "যদি তুমি নিজেকে প্রোফেশনাল মনে কর, তাহলে এই সমস্ত সীমাবদ্ধতাগুলো আসবে এবং তুমি সেগুলোকে গ্রহণ করবে আর উপভোগ করবে", মুগ্ধ করে বললেন অমিতাভ ।
সুজিত সরকার পরিচালিত 'গুলাবো সিতাবো'-র জন্যও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন অমিতাভ এবং আনন্দও পেয়েছেন । লক্ষ্ণৌ শহর, সেখানকার মানুষ, এই সমস্ত কিছু ছাপ রেখে গেছে তাঁর স্মৃতিতে ।