পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনের মধ্যে KBC-র শুটিং শুরু করলেন অমিতাভ - Big B defensive about shooting for KBC amid lockdown

লকডাউনের মাঝেই 'কউন বনেগা ক্রোড়পতি' (KBC)-র শুটিং শুরু করলেন অমিতাভ বচ্চন । প্রয়োজনীয় সব সতর্কতা মেনেই শুটিং করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।

sdf
sdf

By

Published : May 6, 2020, 2:53 PM IST

মুম্বই : লকডাউনের মাঝেই 'কউন বনেগা ক্রোড়পতি' (KBC)-র শুটিং শুরু করলেন অমিতাভ বচ্চন । প্রয়োজনীয় সব সতর্কতা মেনেই শুটিং করা হচ্ছে বলে নিজের ব্লগে জানিয়েছেন তিনি ।

ব্লগে অমিতাভ লেখেন, "হ্যাঁ আমি কাজ করেছি..কোনও সমস্যা হয়েছে এর জন্য...তাহলে এটি নিজের কাছে রাখুন...প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনেই শুটিং করা হয়েছে । দু'দিনের জন্য শুটিংয়ের কথা থাকলেও তা শেষ করা হয়েছে একদিনেই ।"

দর্শকরা ভাবছিলেন যে এই কঠিন পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব মেনে কীভাবে KBC-র শুটিং করা হবে । এ প্রসঙ্গে অমিতাভ লেখেন, "এর নির্দিষ্ট উত্তর নেই । তবে নির্মাতারা ভাবছেন যে সবকিছু ভালো ভাবে হয়ে যাবে ।"

কোরোনা পরবর্তী পরিস্থিতি নিয়ে সবার মতো চিন্তিত অমিতাভও । সেই বিষয়ও ব্লগে উল্লেখ করেন তিনি । কোরোনা কবে পৃথিবী থেকে দূর হয়ে যাবে । তারপর পৃথিবীর অবস্থা ঠিক কী হবে এই সব বিষয় নিয়েই চিন্তিত তিনি । আর তা নিয়ে যে বিভিন্ন মহল বিভিন্ন মত প্রকাশ করছে তাও ব্লগে উল্লেখ করেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details