মুম্বই : বছরের পর বছর বন্দী থাকার পর হঠাৎ একদিন খাঁচা খুলে দিলে বাইরে বের হতে ইতস্তত বোধ করে পশু-পাখিরাও । একটু অবাক হয় । আর হতভম্ব হয়ে চেয়ে থাকে খাঁচার রক্ষীর দিকে । যেন বলতে চায়-"আমি কি সত্যি বাইরে বের হতে পারি" । লকডাউন উঠলে আমাদের অবস্থাও অনেকটা এরকম হতে চলেছে বলে মনে করছেন অমিতাভ বচ্চন ।
ব্লগে পোস্ট করে তিনি লেখেন, "যত দিন যাচ্ছে ওয়ার্ক ফ্রম হোম তত ফলপ্রসূ বলে প্রমাণিত হচ্ছে । যখন সেদিন আসবে...যখন দরজা খুলে যাবে...তখন বাইরে বের হবেন কি হবেন না তা ভেবে অনেকেই ইতস্তত বোধ করবে । কোনও পশুকে বছরের পর বছর খাঁচায় বন্দী রেখে তারপর একদিন দরজা খুলে দিলে তার কী প্রতিক্রিয়া হয়...সে দরজার বাইরে তাকিয়ে থাকে এবং বাইরে বের হতে দ্বিধাবোধ করে ..আর হতভম্ব দৃষ্টিতে খাঁচার রক্ষীর দিকে তাকিয়ে থাকে ...বলতে চায়, আমি কি সত্যি যেতে পারি ?"