মুম্বই : চারপাশের যা অবস্থা, তাতে চিন্তামুক্ত হওয়ার উপায় কোথায় ? এই কোরোনা পরিস্থিতিতে তাই ভূমি পেদনেকরের বার্থডে উইশ কোরোনার ভ্যাক্সিন । একমাত্র এটা পেলেই যা একটু শান্তি পান ভূমি...
IANS-কে অভিনেত্রী বললেন, "এই জন্মদিনে আমার উইশ, যে মানুষগুলো কোরোনা আক্রান্ত এবং যে মানুষগুলো এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত, তাঁরা যেন একটু শান্তি পাক, একটু ভালো থাকুক । আর একটা উইশ, যেন খুব তাড়াতাড়ি কোরোনার ভ্যাক্সিনটা এসে যায়.."
এই বছর ভূমির জন্মদিন সেলিব্রেশনটাও একেবারে আলাদা । বললেন, "এই বছরটা খুব স্পেশাল হবে । কারণ আমি কারও সঙ্গে দেখা করব না । শুধু মাত্র বাড়ির লোকের সঙ্গে সিম্পল বেসিক একটা জন্মদিন পালন করব ।"
এই জন্মদিনে ভূমির সঙ্গী কেবলমাত্র তাঁর মা আর বোন । তবে জ়ুম কলের মাধ্যমে প্রিয় মানুষদের সঙ্গেও ভিডিয়ো চ্যট হবে অভিনেত্রীর ।
বাড়িতে থাকতে বেশ ভালো লাগছে ভূমির । লেখালেখি চলছে, সিনেমা দেখা, রান্না করা, বই পড়া সবই চলছে । তবে সেটের সেই ব্যস্ততা, অভিনয়ের সেই ইচ্ছে তাড়া করে বেড়াচ্ছে ভূমিকে । IANS-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমন অনেক কথাই জানালেন অভিনেত্রী ।