পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বধাই দো'-র শুটিং দিয়েই বছর শুরু ভূমির - Bhumi Pednekar will be shooting in Dehradun

রাত পোহালেই নতুন বছর । আর আপকামিং ছবির শুটিংয়ের মধ্যে দিয়েই নতুন বছর শুরু করতে চলেছেন ভূমি পেদনেকর ।

asd
asd

By

Published : Dec 31, 2020, 7:08 PM IST

Updated : Jan 5, 2021, 5:51 PM IST

দেরাদুন : নতুন বছরের সেলিব্রেশন নিয়ে এখন ব্যস্ত রয়েছেন একাধিক তারকা । নতুন বছরকে কীভাবে বরণ করবেন তার প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু করে দিয়েছিলেন তাঁরা । আর সেখানেই এবার ভূমি পেদনেকর নতুন বছর শুরু করতে চলেছেন আপকামিং ছবির শুটিং দিয়ে । 'বধাই দো'-র শুটিংয়ের জন্য আগামীকাল সকালেই দেরাদুন পৌঁছে যাবেন তিনি ।

এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে । নতুন বছরের প্রথম দিন ছবির শুটিং শুরু করার বিষয়ে ভূমি বলেন, "1 জানুয়ারি থেকেই 'বধাই দো'-র শুটিং শুরু করব । নতুন বছর শুরু করার ভালো উপায় এর থেকে সুন্দর হতে হতে পারে না । বছরের শেষ দিন পরিবারের সঙ্গে সময় কাটাব । তারপর আগামীকাল সকালেই পাড়ি দেব দেরাদুনে ।"

আরও বলেন, "বছরের প্রথম দিন কাজ শুরু করব এটা ভেবেই আমার খুব ভালো লাগছে । আর টিমের সবার সঙ্গে দেখার করার জন্য আমি মুখিয়ে রয়েছি । আর এটা অন্য জায়গায় গিয়ে আমরা শুটিং করব । কোরোনা পরিস্থিতির মধ্যে এই প্রথম মুম্বইয়ের বাইরে গিয়ে আমি শুটিং করব ।"

আয়ুষ্মান খুরানা অভিনীত 'বধাই হো'-র সিকুয়েল 'বধাই দো'। এই ছবিতে একজন পিটি শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ভূমিকে । আর দিল্লির এক পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও । মহিলা থানার মধ্যে তিনিই একজন পুরুষ পুলিশ অফিসার । ছবিটি পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকারনি ।

Last Updated : Jan 5, 2021, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details