মুম্বই : ভূমি পেদনেকরের আপকামিং ছবি 'বধাই দো'। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর এই ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করলেন অভিনেত্রী ।
2021 সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে 'বধাই দো'-র শুটিং । আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন ভূমি । সেখানে একজন পিটি শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । আর দিল্লির এক পুলিশকর্মীর চরিত্রে দেখা যাবে রাজকুমারকে । মহিলা থানার মধ্যে তিনিই একজন পুরুষ পুলিশ অফিসার ।