পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বধাই দো'-র জন্য প্রস্তুতি নিচ্ছেন ভূমি - Bhumi Badhaai Do

2021 সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে 'বধাই দো'-র শুটিং । আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন ভূমি । সেখানে একজন পিটি শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে ।

asd
asd

By

Published : Oct 23, 2020, 9:56 PM IST

মুম্বই : ভূমি পেদনেকরের আপকামিং ছবি 'বধাই দো'। সেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর এই ছবির চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করলেন অভিনেত্রী ।

2021 সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে 'বধাই দো'-র শুটিং । আজ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন ভূমি । সেখানে একজন পিটি শিক্ষিকার ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে । আর দিল্লির এক পুলিশকর্মীর চরিত্রে দেখা যাবে রাজকুমারকে । মহিলা থানার মধ্যে তিনিই একজন পুরুষ পুলিশ অফিসার ।

ভূমির পোস্ট

এই ছবির চরিত্র প্রসঙ্গে রাজকুমার বলেন, "আমি আমার ছবিগুলিতে এর আগে অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছি তবে 'বাধাই দো'-র চরিত্রটি সত্যই বিশেষ । প্রথমদিন স্ক্রিপ্ট শোনার পর থেকে এই ছবির গল্প আমার খুবই ভালো লাগে । এই ছবির শুটিং শুরু হওয়ার জন্য মুখিয়ে রয়েছি ।"

আয়ুষ্মান খুরানা অভিনীত 'বধাই হো'-র সিকুয়েল 'বধাই দো'। এই ছবি পরিচালনা করবেন হর্ষবর্ধন কুলকার্নি । আর ছবির গল্প লিখেছেন অক্ষত ঘিলদিয়াল ও সুমন অধিকারী ।

ABOUT THE AUTHOR

...view details