পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অলমোস্ট 2021, হাসিমুখে বছরকে বিদায় জানালেন ভূমি

আগেভাগেই 2020 সালকে বিদায় জানিয়ে দিলেন ভূমি পেদনেকর । এই বছরকে আর যেন নিতে পারছেন না অভিনেত্রী ।

Bhumi Pednekar says bye to year
Bhumi Pednekar says bye to year

By

Published : Dec 31, 2020, 7:11 AM IST

মুম্বই : 2020 সালটা যেন একটা অভিশাপের মতো এসেছে আমাদের জীবনে । কোরোনা-আমফান-লকডাউন-আত্মহত্যা...না, খুব সহজে এই তালিকা শেষ হবার নয় । তাই নতুন বছর আসার আগেই হাসিমুখে পুরোনো বছরকে বিদায় জানালেন ভূমি ।

একটি ব্রাইট ছবি শেয়ার করেছেন ভূমি । ছিমছাম পোশাক আর মেকআপে ঝকঝকে লাগছে তাঁকে । লাগবে না-ই বা কেন ? 2020 যে শেষের মুখে । আনন্দ আর ধরছে না ভূমির ।

"অলমোস্ট 2021..গুড বাই 2020" ক্য়াপশনে লিখেছেন অভিনেত্রী । দেখে নিন...

ক্যারিয়ারের দিক থেকে এই বছরটা বেশ ইভেন্টফুল ছিল ভূমির । 'ভূত পার্ট ওয়ান : দ্য হন্টেড শিপ' ও 'দুর্গামতী'-র মতো হরর ফিল্ম উপহার দিয়েছেন তিনি দর্শককে । সঙ্গে 'শুভ মঙ্গল জ়াদা সাবধান' ছবিতে একটি ক্য়ামিও চরিত্রে দেখা গেছে ভূমিকে ।

ABOUT THE AUTHOR

...view details