মুম্বই : 2020 সালটা যেন একটা অভিশাপের মতো এসেছে আমাদের জীবনে । কোরোনা-আমফান-লকডাউন-আত্মহত্যা...না, খুব সহজে এই তালিকা শেষ হবার নয় । তাই নতুন বছর আসার আগেই হাসিমুখে পুরোনো বছরকে বিদায় জানালেন ভূমি ।
একটি ব্রাইট ছবি শেয়ার করেছেন ভূমি । ছিমছাম পোশাক আর মেকআপে ঝকঝকে লাগছে তাঁকে । লাগবে না-ই বা কেন ? 2020 যে শেষের মুখে । আনন্দ আর ধরছে না ভূমির ।