পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বধাই দো', কেন বলছেন রাজকুমার-ভূমি ? - ভূমি পেদনেকরের খবর

কারণ এটাই তাঁদের নতুন ফিল্মের নাম । 2021 সালের জানুয়ারি মাস থেকে 'বধাই দো'-র শুটিং শুরু করছেন ভূমি পেদনেকর ও রাজকুমার রাও ।

bhumi pednekar and rajkumar rao new film
bhumi pednekar and rajkumar rao new film

By

Published : Oct 18, 2020, 12:29 PM IST

মুম্বই : 2021 সালের জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে 'বধাই দো'-র শুটিং । মুখ্য ভূমিকায় ভূমি পেদনেকর ও রাজকুমার রাও ।

আয়ুষ্মান খুরানা অভিনীত 'বধাই হো'-র সঙ্গে বেশ মিল রয়েছে নামের, তাই না ? কারণ 'বধাই দো' আসলে 'বধাই হো'-র দ্বিতীয় পার্ট । 2018 সালে মুক্তিপ্রাপ্ত সেই কমেডি ছবির নির্মাতারাই এই দ্বিতীয় পার্টের কথা ঘোষণা করেছেন ।

আর আজ জানা গেল শুটিং শুরুর দিন-ক্ষণ । ভূমি নিজেই সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন খবরটি ।

রাজকুমারের সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "এই রাজকুমার, এবার 'বধাই দো' বলার সময় চলে এসেছে । চল ফিল্মের সেটে দেখা করি, 2021 সালের জানুয়ারিতে ।"

হর্ষবর্ধন কুলকার্নি পরিচালিত এই ছবি মজার মোড়কে প্রেমের গল্প বলবে ।

ABOUT THE AUTHOR

...view details