মুম্বই : সোমবার দিনটা কারও পছন্দ নয় । রবিবারের আমেজ কাটিয়ে কাজে ফেরা বড় ঝকমারি । তবুও ফিরতে হয় উপায় নেই । তাই সব ক্লান্তি কাটিয়ে কফি হাতে সপ্তাহটা শুরু করলেন ভূমি পেদনেকর ।
একটি ফ্রেশ ছবি শেয়ার করেছেন ভূমি । তাঁর হাতে কফি মাগ, সেখানে ব্ল্যাক কফি । এলোমেলো চুলে প্রায় নো মেকআপ লুকে ছবিটি শেয়ার করেছেন তিনি ।