পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিক্ষিত মানুষদের এ কি আচরণ ? হতবাক ভূমি ! - bhumi pednekar on peoples' ignorance

এই অতিমারী আমাদের জীবনকে অনেকটা পালটে দিয়েছে । তবে অনেক শিক্ষিত মানুষ এখনও এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না । এমন ভাব করছেন যেন কিছুই তো হয়নি ! দেখে হতবাক ভূমি পেদনেকর ।

bhumi pednekar on this pandemicbhumi pednekar on this pandemic
bhumi pednekar on this pandemic

By

Published : Nov 8, 2020, 8:44 AM IST

মুম্বই : রাস্তায় বেরোলেই দেখা যাচ্ছে যে, অসংখ্য মানুষ তাদের মুখের মাস্কটুকুও পরছেন না । সামাজিক দূরত্ব মেনে চলা তো দূরের কথা । মাস্ক পরতে বললে আবার বিরক্তিও দেখাচ্ছেন তারা । এই পুরো বিষয়টি নিয়ে চিন্তিত ভূমি পেদনেকর ।

"মানুষ এমন ভাব করছেন যেন এটা একটা সামান্য জ্বর বা ফ্লু । শিক্ষিত মানুষরাও ভাবছেন যে পরিস্থিতি তো স্বাভাবিক হয়ে গেছে, মাস্ক পরে কী হবে ? এই অতিমারী আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে, তাও আমরা কিছু শিখতে পারছি না ।", আক্ষেপ অভিনেত্রীর ।

এই অতিমারী আমাদের জীবনকে অনেকটা পালটে দিয়েছে । তবে অনেক শিক্ষিত মানুষ এখনও এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছেন না । এমন ভাব করছেন যেন কিছুই তো হয়নি ! দেখে হতবাক ভূমি ।

.

তিনি বললেন, "মৃত্যুর হারটা কমেছে এটা ভালো খবর । তবে অনেক পরিবারের ক্ষেত্রে কোরোনা আক্রান্ত হয়ে বাড়িতে বসে দিন কাটানোর ক্ষমতাটুকু নেই তাদের । তারা হয়তো দিনমজুরের কাজ করেন, প্রতিদিনের কাজ করে সেই মতো পারিশ্রমিক পান । বাড়ি বসে থাকলে তাদের চলবে কেমন করে ?"

তাই অনন্ত এই সব মানুষগুলোর কথা ভেবে সবাইকে দায়িত্বশীল হতে হবে, আবেদন ভূমির । তবে এই আবেদন তো তিনি অনেকদিন ধরেই করে আসছেন । মানুষ কি পালটেছে ?

ABOUT THE AUTHOR

...view details