পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পরদায় মহিলাদের কীভাবে তুলে ধরছি, সেটা খুব গুরুত্বপূর্ণ : ভূমি - ভূমি পেদনেকরের খবর

বড় পরদায় বেশ শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন ভূমি পেদনেকর । নায়কের পাশে দাঁড়িয়ে থাকা ডলপুতুল নয়, ভূমি সবসময় নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তাঁর সিনেমায় । চরিত্র নির্বাচন নিয়ে IANS-এর সঙ্গে কথা বললেন ভূমি ।

bhumi pednekar on her roles
bhumi pednekar on her roles

By

Published : May 7, 2020, 9:02 PM IST

মুম্বই : 'দম লাগাকে হাইস' দিয়ে শুরু, তারপর 'টয়লেট : এক প্রেমকথা' বা 'ষাঁণ্ড কি আঁখ'-এর মতো নারীকেন্দ্রিক ছবিতে দেখা গেছে ভূমিকে । শুধু দেখা গেছে বললে ভুল হবে, দাপিয়ে অভিনয় করেছেন তিনি । নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে ।

IANS-কে বললেন, "পরদায় কীভাবে মহিলাদের তুলে ধরছি, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য । মানুষকে অনুপ্রাণিত করার সমস্ত ক্ষমতা আছে সিনেমার । তাই এই সিনেমার মাধ্যমেই আমরা সমতা, স্বাধীনতার বিষয়গুলো প্রচার করতে পারি ।"

শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে কৃতজ্ঞ ভূমি । বললেন, "আমি সেই সমস্ত পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা এই সব মহিলাদের গল্প বলার কথা ভেবেছেন । আর সেইসব সাহসী ও আত্মবিশ্বাসী গল্পের অংশ হতে পেরে আমি ধন্য ।"

.

তাঁর সিনেমার যাত্রা সবেমাত্র শুরু হয়েছে, মনে করেন ভূমি । তিনি এভাবেই গল্প বলে যাবেন আর সমাজে পরিবর্তন নিয়ে আসবেন, আশাবাদী অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details