মুম্বই : 'দম লাগাকে হাইস' দিয়ে শুরু, তারপর 'টয়লেট : এক প্রেমকথা' বা 'ষাঁণ্ড কি আঁখ'-এর মতো নারীকেন্দ্রিক ছবিতে দেখা গেছে ভূমিকে । শুধু দেখা গেছে বললে ভুল হবে, দাপিয়ে অভিনয় করেছেন তিনি । নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে ।
IANS-কে বললেন, "পরদায় কীভাবে মহিলাদের তুলে ধরছি, সেটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য । মানুষকে অনুপ্রাণিত করার সমস্ত ক্ষমতা আছে সিনেমার । তাই এই সিনেমার মাধ্যমেই আমরা সমতা, স্বাধীনতার বিষয়গুলো প্রচার করতে পারি ।"