পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফিল্ম স্কুলে ব্যর্থ হয়েছিলেন ভূমি ! - ভূমি পেদনেকরের খবর

বলিউডের প্রথম সারির অভিনেত্রী ভূমি পেদনেকর নাকি ফিল্ম স্কুলে ব্যর্থ হয়েছিলেন । ব্যাপারটা কী ?

bhumi pednekar got biggest jhatka
bhumi pednekar got biggest jhatka

By

Published : Oct 30, 2020, 6:44 AM IST

মুম্বই : বলিউডের প্রথম সারির অভিনেত্রী ভূমি পেদনেকর নাকি ফিল্ম স্কুলে ব্যর্থ হয়েছিলেন । সেটাই তাঁর জীবনের সবচেয়ে বড় "ধাক্কা" । তবে এত ভালো অভিনেত্রী হয়েও ব্যর্থ হওয়ার কারণ কী ?

ভূমি বললেন, "অভিনয় করতে পারিনি বলে ব্যর্থ হইনি । তবে আমি নাকি নিয়মনিষ্ঠ ছিলাম না, কোনও ডিসিপ্লিন মেনে চলতাম না । সেটাই আমার জীবনের সবচেয়ে বড় ধাক্কা ছিল ।"

13 লক্ষ টাকা দিয়ে সেই ফিল্ম স্কুলে ভরতি হয়েছিলেন ভূমি । যখন ব্যর্থ হলেন, মাথায় বাজ পড়ল অভিনেত্রীর । এত টাকার লোন মাথায় নিয়ে কী করবেন তিনি ?

বললেন, "যখন বেরিয়ে এলাম সেই স্কুল থেকে, মনে হল এটা কী করলাম আমি ? এখন এত টাকার লোন মাথায় নিয়ে কী করব ? আমার কাছে ওটা এক বিশাল অঙ্কের টাকা ছিল ।"

.

তবে ভূমি হঠাৎ করে অভিনেত্রী হননি । তিনি বরাবর এই ইন্ডাস্ট্রির অংশ হতে চেয়েছেন, বিশেষ করে অভিনেত্রী হতে চেয়েছেন । তাই কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার সময়ও তিনি খুব কাছ থেকে নজর করতেন এই দুনিয়াকে ।

আজ পাঁচ বছর পেরিয়ে গেছে ভূমি পেদনেকর এক অভিনেত্রী হিসেবে এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন । তবে আজও এটাকে স্বপ্ন মনে করেন তিনি ।

সামনে আবার মুক্তি পাচ্ছে ভূমি অভিনীত 'দুর্গাবতী' । সেখানে পুরো অভিনয়ের ভার মূলত তাঁর কাঁধেই । সেই নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details