পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভূমির সোমবারের মুড অস্থির - ভূমি পেদনেকরের খবর

ভূমি পেদনেকরের সোমবারের মুড কেমন জানেন ? একেবারে অস্থির, কোনও ঠিক নেই ।

bhumi pednekar monday mood
bhumi pednekar monday mood

By

Published : Oct 26, 2020, 1:16 PM IST

মুম্বই : সোমবারটা যে কোনও কেজো মানুষের কাছেই দুর্বিসহ । রবিবারের সুখ কাটিয়ে সোমবার কাজে ফেরা কষ্টের । এমনই অবস্থা ভূমি পেদনেকরের । সোমবারকে যে তিনি কীভাবে বরণ করবেন সেটা বুঝে উঠতে পারছেন না ।

লাল পোশাকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন ভূমি । চড়া মেকআপ আর ভারি গয়নায় নানা ভঙ্গি করে ফোটোশুট করেছেন অভিনেত্রী ।

ক্যাপশনে লিখেছেন, "সোমবারের মুড"...বোঝাই যাচ্ছে কতটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটছে তাঁর সোমবার ।

গতকালই পূর্ণ হয়েছে ভূমি অভিনীত 'ষাঁণ্ড কি আঁখ' ছবির এক বছর । সেই ছবিতে মেকআপ প্রসঙ্গে এক অপ্রিয় ঘটনার কথা শেয়ার করেন ভূমি । তিনি বলেন, "আমাদের এত চড়া মেকআপ দেওয়া হত যে, আমার তো চামড়া জ্বলে গেছিল । ত্বকে পুরো অ্যালার্জি বেরিয়ে গেছিল ।"

আপাতত রাজকুমার রাওয়ের সঙ্গে 'বধাই দো'-র শুটিং শুরু করতে চলেছেন অভিনেত্রী । এছাড়াও তাঁর ঝুলিতে আছে একাধিক ইন্টারেস্টিং প্রজেক্ট ।

ABOUT THE AUTHOR

...view details