মুম্বই : সম্প্রতি ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানে এসেছিলেন ভূমি পেদনেকর । এই প্রথম বার তিনি এই গ্ল্যামারস ক্যালেন্ডারের অংশ হতে পেরেছেন । সেই নিয়ে উচ্ছ্বাস তো রয়েছেই, সঙ্গে রয়েছে 'দুর্গাবতী' নিয়ে তুমুল এক্সাইটমেন্ট । এই প্রসঙ্গে কথা বললেন ভূমি পেদনেকর ।
তিনি বললেন, "ভোপালে 'দুর্গাবতী'-র শুটিং করছি আমি । গল্পটা আমার কাছে একেবারে নতুন । আর এই প্রথম পুরো ফিল্মের দায়িত্ব একা আমার কাঁধে । আর ছবিটার সঙ্গে দারুণ দারুণ সব মানুষ জড়িয়ে রয়েছেন । সব মিলিয়ে দারুণ সময় চলছে আমার ।"