পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রামোজি ফিল্ম সিটিতে তৈরি হচ্ছে ১৯৭১ সালের 'ভূজ' - বলিউড

১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ দুই দেশের ইতিহাসেই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সময়টাকেই বড় পরদায় তুলে ধরছেন পরিচালক অভিষেক দুধাইয়া। ছবির নাম 'ভূজ:দা প্রাইড অফ ইন্ডিয়া'। রামোজি ফিল্ম সিটিতে শুরু হল ছবিটির শুটিং।

অজয় দেবগন

By

Published : Jun 25, 2019, 2:33 PM IST

Updated : Jun 25, 2019, 5:59 PM IST

হায়দরাবাদ : ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে 'ভূজ:দা প্রাইড অফ ইন্ডিয়া'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, রানা দগ্গুবতী, সোনাক্ষী সিনহা, পরিনীতি চোপড়া প্রমুখ।

স্কোয়ার্ডন লিডার বিজয় কার্নিকের ভূমিকায় অজয়। ছবির গল্প অনুযায়ী, যুদ্ধ চলাকালীন ভূজ এয়ারবেসের দায়িত্ব রয়েছেন তিনি। পাকিস্তানের তীব্র আক্রমণের মধ্যেও এই এয়ারবেস সচল ছিল বিজয়ের জন্য়ই।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পরিনীতি চোপড়া, যিনি হিনা রহমানের চরিত্রে অভিনয় করছেন। অন্য়দিকে সোনাক্ষী রয়েছেন এক সমাজ কর্মী সুন্দরবেন জেঠা মাধপার্য-র চরিত্রে।

আগামী বছর অর্থাৎ ২০২০ সালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

Last Updated : Jun 25, 2019, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details