হায়দরাবাদ : ১৯৭১ সালে ইন্দো-পাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে 'ভূজ:দা প্রাইড অফ ইন্ডিয়া'। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, রানা দগ্গুবতী, সোনাক্ষী সিনহা, পরিনীতি চোপড়া প্রমুখ।
স্কোয়ার্ডন লিডার বিজয় কার্নিকের ভূমিকায় অজয়। ছবির গল্প অনুযায়ী, যুদ্ধ চলাকালীন ভূজ এয়ারবেসের দায়িত্ব রয়েছেন তিনি। পাকিস্তানের তীব্র আক্রমণের মধ্যেও এই এয়ারবেস সচল ছিল বিজয়ের জন্য়ই।