মুম্বই : আজই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ' ছবিটি । তার আগে অনেক তারকাই ছবির জন্য ভিকি কৌশল ও নির্মাতাদের শুভেচ্ছা জানিয়েছেন । ছবি ভালো লাগার কথাও জানিয়েছেন তাঁরা । বাদ যাননি ক্যাটরিনা কাইফও । ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির রিভিউ দেন তিনি । ছবিটি 'অসাধারণ' হয়েছে বলে জানান অভিনেত্রী ।
ইনস্টাগ্রাম স্টোরিতে ছবির একটি পোস্টার শেয়ার করেন ক্যাটরিনা । ছবির জন্য নির্মাতাদের শুভেচ্ছা জানান তিনি । ছবি যে তাঁর ভালো লেগেছে সেকথাও জানিয়েছেন । এর সবশেষে রিভিউ দিয়ে লেখেন 'অসাধারণ'।
রিভিউ দেওয়ার জন্য ক্যাটরিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভিকি । ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, "ধন্যবাদ ক্যাটরিনা..."।
ক্যাটরিনাকে ধন্যবাদ জানান ভিকি বি টাউনে বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা ও ভিকির সম্পর্ককে কেন্দ্র করে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছিল । একে অপরের সঙ্গে তাঁদের সময়ও কাটাতে দেখা গেছে । কখনও লাঞ্চ ডেটে আবার কখনও বি টাউনের ডিনার পার্টিতে ক্যাটরিনার সঙ্গে দেখা গেছে ভিকিকে । পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা পড়ে সেই সব ছবি । এরপরই বি টাউনে গুঞ্জন ওঠে যে তাঁরা ডেট করছেন ।
এমনকী, দীপাবলি পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের । বলিউড তারকাদের বাড়িতে আয়োজিত দীপাবলি পার্টিতে যোগ দেওয়ার পর এক বন্ধুর বাড়িতে যান তাঁরা । সেখানেও দীপাবলি পার্টির আয়োজন করা হয়েছিল । সেখান থেকে একসঙ্গে বাইরে বের হতে দেখা যায় তাঁদের । এমনকী, পাপারাৎজ়িদের ডাকে সাড়াও দেননি ক্যাটরিনা । এড়িয়ে গিয়েছিলেন ভিকিও । যা আরও কিছুটা উসকে দিয়েছিল জল্পনাকে । যদিও সেই জল্পনায় জল ঢেলে দেন ভিকি । একটি সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন, ক্যাটরিনার সঙ্গে তাঁর আলাদা করে বলার মতো কোনও সম্পর্ক নেই ।
যাই হোক না কেন 'ভূত পার্ট ওয়ান : দা হন্টেড শিপ' ছবিটি দর্শকদের 'অসাধারণ' লাগল কি না এখন সেটাই দেখার ।