মুম্বই : মাদক মামলায় গ্রেপ্তার করা হয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে । তবে দু'দিনের মধ্যে ব্যক্তিগত বন্ডে সই করে জামিন পেয়ে যান তাঁরা । আজ ফের এনসিবি অফিসে তলব করা হল দু'জনকে ।
ANI-এর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে খবরটি । দেখে নিন...
21 নভেম্বর ভারতী-হর্ষের বাড়ি থেকে 86.5 গ্রাম গাঁজা উদ্ধার করে এনসিবি । তারপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেপ্তার করা হয় । জিজ্ঞাসাবাদ করার সময় ভারতী নাকি গাঁজা নেওয়ার কথা স্বীকার করে নেন ।
এর ঠিক দু'দিন পর 23 নভেম্বর 15 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান ভারতী আর হর্ষ । এর মধ্যে কাজেও ফিরেছেন ভারতী । 'দ্য কপিল শর্মা শো'-এর শুটিং শুরু করেছেন তিনি । আর আজই ফের তলব এনসিবি অফিসে ।