পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

খুন হয়েছিলেন আরিয়া ? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এল - আরিয়া বন্দ্যোপাধ্যায়ে মৃত্যু

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, খুন হননি অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায় । মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে যাওয়ার ফলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা ফরেন্সিক এক্সপার্টদের ।

Arya Banerjee death cause
Arya Banerjee death cause

By

Published : Dec 13, 2020, 11:48 AM IST

কলকাতা : 11 ডিসেম্বর যোধপুর পার্কের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ । কী কারণে মৃত্যু হল তাঁর ? IANS সূত্রে জানা গেল অভিনেত্রীর প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট ।

কী বলা হয়েছে রিপোর্টে ? কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার মুরলীধর শর্মা জানালেন, "এটা খুনের ঘটনা নয় । অভিনেত্রীর পাকস্থলীতে অ্যালকোহল পাওয়া গেছে ।"

আরিয়া লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন বলেও জানালেন শ্রী শর্মা । তাছাড়া হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি । ছিল কিডনির সমস্যাও । ওষুধ আর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ । অতিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়ে গিয়েই আরিয়ার মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ।

আরিয়ার পরিচারিক চন্দনা দাস জানিয়েছেন যে, আরিয়া ওই অ্যাপার্টমেন্টে একাই থাকতেন আর তেমন কেউ একটা আসত না তাঁর বাড়িতে । এখনও জিজ্ঞাসাবাদ করা চলছে চন্দনাকে ।

বেশ কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন আরিয়া । তার মধ্যে 'লাভ সেক্স অউর ধোকা', 'ডার্টি পিকচার' অন্যতম ।

ABOUT THE AUTHOR

...view details