মুম্বই : বেশ বড় ধামাকা আনতে চলেছে 'বেলবটম' । পুরো কাস্ট সামনে আসতেই সেটা বেশ বোঝা গেল । কারণ অক্ষয় আর বাণী কাপুর ছাড়াও হুমা কুরেশি বা লারা দত্তের মতো অভিনেতারা রয়েছেন এই ছবিতে ।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের সৌজন্যে সামনে এল ছবির পুরো কাস্ট । অক্ষয় তো আছেনই, তার সঙ্গে বাণী কাপুর, হুমা কুরেশি, লারা দত্ত । UK -তে খুব তাড়াতাড়ি শুরু হবে শুটিং ।