পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'বেল বটম'-এর সঙ্গে ধর্ষণে অভিযুক্তর কোনও যোগাযোগ নেই, জানালেন কাস্টিং ডিরেক্টর - Bell Bottom no link with rape accused

শোনা যাচ্ছিল, অক্ষয় কুমারের 'বেল বটম' ছবির সঙ্গে নাকি যুক্ত ছিল ধর্ষণে অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর আয়ুষ তিওয়ারি । যদিও সেই দাবি অস্বীকার করে ছবির আসল কাস্টিং ডিরেক্টর । জানিয়েছেন, এই ছবির সঙ্গে কোনওভাবেই যুক্ত ছিল না অভিযুক্ত ।

asd
zsd

By

Published : Dec 1, 2020, 11:28 AM IST

মুম্বই : কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে কয়েকদিন আগে মুম্বইয়ের ভারসোভা থানায় FIR দায়ের করেন এক অভিনেত্রী । শোনা যাচ্ছিল, অক্ষয় কুমারের 'বেল বটম' ছবির সঙ্গে নাকি যুক্ত ছিল অভিযুক্ত আয়ুষ তিওয়ারি । যদিও সেই দাবি খারিজ করে দিয়েছেন ছবির কাস্টিং ডিরেক্টর বৈভব ভিশান্ত ।

এক টেলিভিশন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ রয়েছে আয়ুষের বিরুদ্ধে । অভিযোগ, ওই অভিনেত্রীর সঙ্গে আয়ুষের দু'বছর ধরে সম্পর্ক ছিল । এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর সঙ্গে সহবাস করেছিল সে । কিন্তু, পরে অভিনেত্রীকে সে বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ । তারপরই ভারসোভা থানায় আয়ুষের বিরুদ্ধে অভিযোগ জানান ওই অভিনেত্রী । এরপর সেই অভিযোগের ভিত্তিতে আয়ুষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয় ।

এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই শোনা যায়, অক্ষয়ের 'বেল বটম' ছবির সঙ্গে যুক্ত ছিল আয়ুষ । যদিও এই দাবি অস্বীকার করে বৈভব বলেন, "আয়ুষ আমার সংস্থায় ইন্টার্নশিপ করছিল । তার সঙ্গে 'বেল বটম' ছবির কোনও যোগাযোগ নেই । এভাবে ছবির সঙ্গে যে কোনও কাউকে যুক্ত করে দিয়ে ছবির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা একেবারেই ঠিক নয় । আমি 'বেল বটম'-এর কাস্টিং ডিরেক্টর । আমার কম্পানিতে ফ্রিলান্সার হিসেবে কাজ করত আয়ুষ । তবে এই ছবির কাস্টিং থেকে শুরু করে কোনও বিষয়ের সঙ্গেই সে যুক্ত ছিল না ।"

আরও পড়ুন : কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর

তিনি আরও বলেন, "টিআরপি বাড়ানোর জন্য অনেক সংবাদপত্র যখন মিথ্যে খবর দিয়ে হেডলাইন করে তখন সেটা দেখে খুবই খারাপ লাগে । এই ছবির সঙ্গে আয়ুষ যুক্ত ছিল না । আশাকরি পুলিশ সঠিক তদন্ত করবে ও নির্যাতিতা সঠিক বিচার পাবেন । সংবাদমাধ্যমের কাছে আমার অনুরোধ দয়া করে সঠিক বিষয়টি জানুন আর এই ঘটনার সঙ্গে 'বেল বটম'-কে যুক্ত করা বন্ধ করুন ।"

'বেল বটম' ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বাণী কাপুর, লারা দত্ত ও হুমা কুরেশিকে ।

ABOUT THE AUTHOR

...view details