দিল্লি : আজ দু'বছর পূর্ণ করল 'বরেলি কি বরফি' । সেই খুশিতে ইনস্টাগ্রামে ছবির শুটিংয়ের ছবি শেয়ার করলেন ফিল্মফেয়ার পুরস্কারপ্রাপ্ত পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি । সঙ্গে ভক্তদের এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদও জানান তিনি ।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "এত ভালোবাসার জন্য ও আমাকে গল্প বলাতে সাহস জোগানোর জন্য দর্শক ও সিনেমাপ্রেমীদের ধন্যবাদ । আপনাদের জন্যই আমি আছি । আরও অনেক গল্প বুনতে বাকি আছে এবং সারা জীবনের জন্য শেখা বাকি । পরবর্তী কাজ #Panga "