পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লেডি গাগার সঙ্গে গান রেকর্ড বাপ্পি লাহিড়ির - Lady Gaga latest news

মার্কিনি গায়িকা লেডি গাগার সঙ্গে ডুয়েট করলেন বাপ্পি লাহিড়ি। তাঁর টুপিতে জুড়ল আরও একটি সোনার পালক।

Bappi Lahiri latest news

By

Published : Oct 22, 2019, 4:36 PM IST

মুম্বই : বলিউড তাঁর হাত ধরে মিউজ়িকের এক নতুন জঁর এক্সপ্লোর করেছে। 'ডিস্কো' মিউজ়িকের প্রবর্তক তিনি। তাঁর সুরেই পা মিলিয়ে 'ডিস্কো কিং' মিঠুন চক্রবর্তী। সেই বাপ্পি লাহিড়ির অ্যাচিভমেন্টের তালিকায় জুড়ল আরও একটা পয়েন্ট। বিখ্যাত মার্কিনি গায়িকা লেডি গাগার সঙ্গে ডুয়েট করলেন তিনি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর।

'বাপ্পিদা' সেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "হ্যাঁ, দু'টো ডুয়েট গান করেছি। ও ইংরেজিতে গেয়েছে আর আমি আমার নিজস্ব স্টাইলে হিন্দিতে গেয়েছি। এখন আমরা গানগুলো মুক্তির অপেক্ষায় রয়েছি। আশা করছি এই বছরের শেষে মুক্তি পাবে গানগুলো।"

গাগা

আরও এক জনপ্রিয় মার্কিন গায়ক একনের সঙ্গেও গান করেছেন বাপ্পি। সেটা প্রায় দু'মাস আগের কথা। ডিস্কো সং থেকে শুরু করে অজস্র রোম্যান্টিক গানের জনক, এই 66 বছরের সুরকার ও সংগীতশিল্পী জানালেন, "আমি দু'মাস আগে একনের সঙ্গেও কাজ করেছি। সেই গানটা খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।"

একন..

প্রায় চার দশক পরেও বাপ্পি লাহিড়িকে মনে রেখেছে সারা পৃথিবী, তাঁরা সম্মান জানাচ্ছেন এই প্রতিভাবান ভারতীয়কে। এই ব্য়াপারে উচ্ছ্বসিত তিনি, জানালেন নিজেই।

ABOUT THE AUTHOR

...view details