মুম্বই : মুক্তির প্রথম দিনেই আয়ুষ্মান অভিনীত ও অমর কৌশিক পরিচালিত 'বালা' উপার্জন করল 10.15 কোটি টাকা। আর একই সঙ্গে 'বালা' হয়ে উঠল আয়ুষ্মানের ক্যারিয়ারে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বাধিক বড় ওপেনার ফিল্ম।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারের মাধ্যমে প্রকাশ করলেন এই খবর। আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'ড্রিম গার্ল'-এর প্রথম দিনের কালেকশনকেও ছাপিয়ে গেল 'বালা'। 'ড্রিম গার্ল' প্রথম দিন উপার্জন করেছিল 10.05 কোটি টাকা।
শুধু 'ড্রিম গার্ল'-ই নয়, আয়ুষ্মানের শেষ 7 টি ছবি একে অপরকে প্রথম দিনের কালেকশনের নিরিখে টক্কর দিয়েছে রীতিমতো। দেখে নেওয়া যাক।
2017 : বরেলি কি বরফি 2.42 কোটি টাকা
2017 : শুভ মঙ্গল সাবধান 2.71 কোটি টাকা
2018 : অন্ধাধুন 2.70 কোটি টাকা