পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন আয়ুষ্মান - বালা-র বক্স অফিস

আয়ুষ্মান নিজেই এখন নিজের প্রতিদ্বন্দ্বী। প্রতিবার তিনি ভাঙছেন তাঁর রেকর্ড। 'বালা'-ও তার ব্যতিক্রম নয়।

Bala Ayushmann Khhurana news

By

Published : Nov 9, 2019, 1:07 PM IST

মুম্বই : মুক্তির প্রথম দিনেই আয়ুষ্মান অভিনীত ও অমর কৌশিক পরিচালিত 'বালা' উপার্জন করল 10.15 কোটি টাকা। আর একই সঙ্গে 'বালা' হয়ে উঠল আয়ুষ্মানের ক্যারিয়ারে এখনও পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বাধিক বড় ওপেনার ফিল্ম।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারের মাধ্যমে প্রকাশ করলেন এই খবর। আয়ুষ্মানের শেষ মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি 'ড্রিম গার্ল'-এর প্রথম দিনের কালেকশনকেও ছাপিয়ে গেল 'বালা'। 'ড্রিম গার্ল' প্রথম দিন উপার্জন করেছিল 10.05 কোটি টাকা।

শুধু 'ড্রিম গার্ল'-ই নয়, আয়ুষ্মানের শেষ 7 টি ছবি একে অপরকে প্রথম দিনের কালেকশনের নিরিখে টক্কর দিয়েছে রীতিমতো। দেখে নেওয়া যাক।

2017 : বরেলি কি বরফি 2.42 কোটি টাকা

2017 : শুভ মঙ্গল সাবধান 2.71 কোটি টাকা

2018 : অন্ধাধুন 2.70 কোটি টাকা

2018 : বধাই হো 7.35 কোটি টাকা

2019 : আর্টিকল 15 - 5.02 কোটি টাকা

2019 : ড্রিম গার্ল 10.05 কোটি টাকা

2019 : বালা 10.15 কোটি টাকা

আয়ুষ্মান এখন ক্যারিয়ারের মধ্য গগনে রয়েছেন বলা যায়। বেছে বেছে এমন স্ক্রিপ্ট সিলেক্ট করছেন যা মানুষের মন ছুঁতে পারে। আবার এটাও বলা যায় যে, তিনি যেই স্ক্রিপ্টেই অভিনয় করছেন সেটাই মানুষের মন ছুঁয়ে যাচ্ছে।

'বালা'-তে আয়ুষ্মান ছাড়াও রয়েছেন ভূমি পেদনেকর - ইয়ামি গৌতম- সৌরভ শুক্লা- জাভেদ জ়াফরি প্রমুখ।

ABOUT THE AUTHOR

...view details