পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রতন কাহার একটি রত্ন, যাঁকে যত্ন করা প্রয়োজন : বাদশা - রতন কাহারের খবর

রতন কাহারের সঙ্গে নতুন গান রেকর্ড করতে চান বাদশা । IANS-কে জানালেন ব়্যাপার ।

badshah on ratan kahar
badshah on ratan kahar

By

Published : Apr 12, 2020, 12:18 PM IST

মুম্বই : 'গেন্দা ফুল' গানে রতন কাহারের লেখা অংশটিকে কোনওরকম স্বীকৃতি দেননি বাদশা । সেই নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া । তবে নিজের ভুল স্বীকার করে বাদশা যথাযথ স্বীকৃতি দিয়েছেন কাহারকে, পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্যও করেছেন । আর এবার পালা গানের । রতন কাহারকে নিয়ে নতুন গান করতে চান বাদশা ।

বাদশা বলেন, "গেন্দা ফুল-এর আগে আমি আর আমার টিম সম্পূর্ণ রিসার্চ করেছি । কিন্তু, কোথাও শ্রী কাহারের নাম পাইনি । সব জায়গায় লেখা ছিল যে, এটি একটি ট্র্যাডেশনাল লোকগীতি । সেই জন্যই আমরা গানটিকে ব্যবহার করেছি ।"

তবে যখন জানতে পারেন, যাবতীয় সংশোধন করেন বাদশা । বললেন, "যখন আমি ওঁর কথা জানতে পারি, তখনই বুঝি উনি এমন এক রত্ন যাঁকে যত্ন করে রাখতে হবে । যদিও উনি কোনওদিন যোগ্য স্বীকৃতি পাননি ।"

শ্রী কাহার

লকডাউনের কারণে বাদশা পৌঁছতে পারেননি রতন কাহারের কাছে । তবে তাঁর 5 লক্ষ টাকা অর্থসাহায্য পৌঁছে গেছে কাহারের অ্যাকাউন্টে । বাদশা বললেন, "চারপাশে সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আমি ওঁর সঙ্গে দেখা করতে যাব । অনুরোধ করব যাতে উনি আমাদের সঙ্গে একটি গান করেন । সোনি মিউজ়িক সেই গান রিলিজ় করবে । আমার সাধ্যমতো যা করা যায় আমি করব । আর্থিক সাহায্যও বটে ।"

ইউটিউবে ইতিমধ্যেই 150 মিলিয়ন ভিউজ় পেরিয়েছে 'গেন্দা ফুল'-এর । জ্যাকলিন ফার্নান্ডেজ়ের নাচ, রতন কাহার আর বাদশার কম্পোজ়িশন, পায়েল দেব আর বাদশার কণ্ঠে এই গান লকডাউনের অন্যতম চার্টবাস্টার ।

ABOUT THE AUTHOR

...view details