পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তাপসী থেকে রশমী, রক্ত জল করছেন অভিনেত্রী - তাপসী পান্নুর খবর

তাপসী পান্নু থেকে রশমী হয়ে ওঠা মুখের কথা নয় । তবে সেই কঠিনসাধ্য কাজকেই একটু একটু করে করে দেখাচ্ছেন তাপসী । তাঁর শরীর এক স্পোর্টস-ওম্যানের মতো সুঠাম আর বলিষ্ঠ হয়ে উঠছে ।

Taapsee Pannu in gym
Taapsee Pannu in gym

By

Published : Dec 15, 2020, 9:48 AM IST

মুম্বই : স্পোর্টস ড্রামায় তাপসী পান্নু । এর আগে অনেক ছবিতে তাঁকে প্লেয়ারের চরিত্রে দেখা গেছে, তবে সেগুলো কোনওটাই স্পোর্টস ড্রামা ছিল না । এবার খেলোয়াড়ের জীবন নিয়েই যখন ছবি, তখন তো খেলোয়াড়ের মতো শরীর তৈরি করা আবশ্যক । 'রশমী রকেট' ছবির জন্য তাপসী এখন সেটাই করছেন ।

এমনিতে ফিটনেস নিয়ে খুবই সচেতন তাপসী । তবে রশমী হয়ে ওঠার জন্য ওয়ার্কআউট করাটা বাধ্যতামূলক হয়ে উঠেছে । যোগ্য ট্রেনারের হাতে পড়ে তাপসীর শরীর ধীরে ধীরে একজন পাকা খেলোয়াড়ের মতো হয়ে উঠছে ।

তবে চুলের যত্ন নেওয়া হচ্ছে না তাপসীর । এলোমেলো চুল নিয়েই ওয়ার্টআউট করছেন তিনি । কয়েকটি ছবি শেয়ার করে তাপসী লিখেছেন, "জিমে যদি 'ব্যাড হেয়ার ডে' হয়, তাহলে এমন দেখতে লাগে ।"

প্রসঙ্গত, যেদিন আমাদের চুল দেখতে খুব একটা ভালো লাগে না বা কোনওভাবেই চুলকে ম্যানেজ করা যায় না, সেদিনটিকে 'ব্যাড হেয়ার ডে' বলে, অর্থাৎ খারাপ চুলের দিন ।

দেখে নিন তাপসীর পোস্ট...

প্রতিদিনই তাপসী তাঁর প্রস্তুতির ছবি-ভিডিয়ো শেয়ার করছেন সোশাল মিডিয়ায় । অনেককে শরীরচর্চা করতে ও স্বাস্থ্যকর খাবার খেতে অনুপ্রাণিত করছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details