পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জানুয়ারি থেকে জয়সালমিরে শুরু হবে 'বচ্চন পান্ডে'-র শুটিং - akshay kumar upcoming films

2021-এর 6 জানুয়ারি থেকে শুরু হবে 'বচ্চন পান্ডে'-র শুটিং । গাদিসার লেক ও জয়সালকোটে 30দিনের জন্য শুটিং করবেন অক্ষয় ও কৃতি ।

asd
sd

By

Published : Dec 28, 2020, 11:35 AM IST

মুম্বই : শুরু হতে চলেছে অক্ষয় কুমার ও কৃতি শ্যানন অভিনীত ছবি 'বচ্চন পান্ডে'-র শুটিং । রাজস্থানের জয়সালমিরে ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে ।

লকডাউন শিথিল হওয়ার পরই সরকারি অনুমতি পেয়ে প্রথম শুটিং শুরু করেছিলেন অক্ষয় কুমার । স্কটল্যান্ডে গিয়ে 'বেল বটম'-এর শুটিং করেছিলেন তিনি । এটাই প্রথম ছবি যার শুটিং শুরু হয়েছিল কোরোনার পরিস্থিতির মধ্যে । এরপর অত্যন্ত নিরাপদে শুটিং শেষ করে গোটা টিমকে নিয়ে দেশে ফেরেন তিনি ।

তবে একটা ছবির শুটিং করেই থেমে থাকেননি অক্ষয় । এরপর মানুষী চিল্লারের সঙ্গে 'পৃথ্বীরাজ'-এর শুটিং করেন তিনি । সম্প্রতি সারা আলি খানের সঙ্গে 'অতরঙ্গী রে'-র শুটিং করছেলেন । আর এবার তিনি 'বচ্চন পান্ডে'-র শুটিং শুরু করবেন বলে জানা গিয়েছে ।

'হাউসফুল 4'-এর পর ফারহাদ সামজির অ্যাকশন কমেডিতে ফের কৃতির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন অক্ষয় । শোনা যাচ্ছে, 100জনকে নিয়ে জয়সালমিরে শুটিং শুরু করবে টিম 'বচ্চন পান্ডে'। 2021-এর 6 জানুয়ারি শুরু হবে শুটিং । গাদিসার লেক ও জয়সালকোটে 30দিনের জন্য শুটিং করবেন অক্ষয় ও কৃতি ।

আরও পড়ুন : 'বচ্চন পান্ডে'-র কাস্টে পঙ্কজ

কৃতি ও অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আরশাদ ওয়ারসি ও জ্যাকলিন ফার্নান্ডেজ়কে । ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হওয়ার ইচ্ছা রয়েছে তার । ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরশাদ । অন্যদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে । তবে জ্যাকলিনের চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details