মুম্বই : দীপিকা পাড়ুকোন JNU-তে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর পর থেকেই বিভিন্ন মহল বিভিন্ন প্রতিক্রিয়া দিতে শুরু করে । কেউ কেউ দীপিকার সমর্থনে দাঁড়ান তো কেউ বিরোধীতা করেন । যোগগুরু বাবা রামদেবও তাঁর মত প্রকাশ করলেন দীপিকার ব্যাপারে ।
দীপিকার উদ্দেশে যোগগুরু বলেন, তাঁর রামদেবের থেকে পরামর্শ নেওয়া উচিত ছিল । রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যাপারগুলোকে বুঝতে দীপিকাকে আরও অনেক পড়াশোনা করতে হবে, দেশকে বুঝতে হবে, মত রামদেবের । এরপর তিনি বলেন, "আমার মনে হয় দীপিকা পাড়ুকোনকে বাবা রামদেবের মতো একজন পরামর্শদাতা রাখতে হবে, যে এই সমস্ত বিষয়ে ওঁকে সঠিক পরামর্শ দিতে পারবে ।"
দেখে নিন ভিডিয়ো..