মুম্বই : আহমেদ খান পরিচালিত 'বাগি 3' নিয়ে কৌতুহলের শেষ নেই দর্শকের, বিশেষত যেখানে এই ফ্র্যাঞ্চাইজ়ির আগের দু'টো ইনস্টলমেন্ট খুবই জনপ্রিয় হয়েছিল । আজ মুক্তি পেল 'বাগি 3'-এর ট্রেলার । ট্রেলারে টাইগার ছাড়া আর কারো অস্তিত্ব বোঝা গেল না সেভাবে ।
অ্যাকশন ফিল্মে হিরোদের সবসময়েই একটু অ্যাক্টিভ দেখানো হয়, সাধারণ মানুষের থেকে তারা একটু বেশি শক্তিশালী, বেশি বুদ্ধিমান । তবে সেটা যখন বিশ্বাসযোগ্যতার মাত্রা ছাড়িয়ে যায়, তখন মেনে নিতে অসুবিধা হয় দর্শকের । 'বাগি ৩'-এর ক্ষেত্রে কিছুটা সেরকমই হল ।