পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছা জানালেন বলি তারকারা - amitabh bachchan

সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের প্রথম শাড়ির একাধিক তারকা । অমিতাভ বচ্চন থেকে শুরু করে সেই তালিকায় রয়েছেন অনেকেই ।

gh
gf

By

Published : Jan 1, 2020, 2:48 PM IST

মুম্বই : দেখতে দেখতে চলে এল 2020 সাল । বর্ষবরণের আনন্দে মেতে উঠেছে সবাই । বাদ যাননি তারকারাও । সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন বি টাউনের প্রথম শাড়ির একাধিক তারকা । অমিতাভ বচ্চন থেকে শুরু করে সেই তালিকায় রয়েছেন অনেকেই ।

সম্প্রতি দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হয়েছেন অমিতাভ । 29 ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । 2019 সালটা এক কথায় তাঁর খুব একটা খারাপ যায়নি বলে অনুমান । বাবার লেখা একটি কবিতার লাইন টুইটারে পোস্ট করে ফ্যানদের নতুন বছরের শুভেচ্ছা জানান । লেখেন, "নতুন বছর, নতুন আনন্দ, নতুন জীবন সমৃদ্ধ হোক।" নাতি-নাতদিদের নিয়ে একটি ছবিও পোস্ট করেন । যেখানে অমিতাভ ও জয়ার সঙ্গে রয়েছেন নন্দা, আরাধ্যা সবাই ।

ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খানও । ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, "কী করা উচিত বা কীভাবে উচিত বা এই বছর ও ভবিষ্যত কী হবে তা কেউ বলে দিতে পারে না । আমার নিজের অনেকগুলি দুর্বলতা রয়েছে । আশা করি ভবিষ্যৎ আমাদের প্রতি সদয় হোক । আমরা যেন আছি তেমনই থাকি । হ্যাপি নিউ ইয়ার ।" 'জ়িরো' সিনেমার পর আর একটাও ছবিতে কাজ করেননি শাহরুখ । কোনও নতুন প্রোজেক্টে হাতও দেননি । আর তা নিয়ে তাঁর ফ্যানদের দুঃখের শেষ নেই । নতুন ছবি ঘোষণার জন্য তাঁকে অনুরোধও করেছেন অনেকেই ।

শুভেচ্ছা জানিয়েছেন সুস্মিতা সেনও । বয়ফ্রেন্ড রহমান শল ও দুই মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি । আর ছবির ক্যাপশনে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি । তবে পোস্টে 'দুগ্গাদুগ্গা' লিখতে ভোলেননি ।

কবিতা বলে ফ্যানদের নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়েছেন অনুপম খের । ওই কবিতায় বিভিন্ন মাসের মধ্যে দিয়ে সম্পর্ককে তুলে ধরা হয়েছে ।

কোনও মন্দিরের মধ্যে তোলা ছবি শেয়ার করে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সারা আলি খান । তাঁর সামনে জ্বলছে অনেকগুলি প্রদীপ ।

সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন অনীল কাপুরও ।

সোশ্যাল মিডিয়া ছাড়াও ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকাই । দেখে নিন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details